এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮: ৫৯

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
 
⊲ পয়জন (বাংলা সিনেমা)
অভিনয়: তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু
দেখা যাবে: দীপ্ত প্লে (১০ জুন)
গল্পসংক্ষেপ: রূপা মির্জা নামের একজন চলচ্চিত্র নায়িকার ব্যক্তিজীবনের পাশাপাশি শোবিজের রঙিন জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। তিন তিনটা ফ্লপ সিনেমার পর নায়িকার ৪ নম্বর সিনেমা সুপারহিট হয়, সঙ্গে জোটে ন্যাশনাল অ্যাওয়ার্ড। সাফল্য উদ্‌যাপন করতে গিয়ে রূপার অন্ধকার অতীত সামনে চলে আসে।
 
⊲ ময়দান (হিন্দি সিনেমা)
অভিনয়: অজয় দেবগন, প্রিয়ামণি, চৈতন্য শর্মা
দেখা যাবে: নেটফ্লিক্স (৫ জুন)
গল্পসংক্ষেপ: ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুর রহিমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। আব্দুর রহিমের হাত ধরে ১৯৫৬ সালে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। ১৯৬২ সালের জাকার্তার এশীয় গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জিতেছিল স্বর্ণপদক। 
 
⊲ বড়ে মিয়া ছোটে মিয়া (হিন্দি সিনেমা)
অভিনয়: অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা
দেখা যাবে: নেটফ্লিক্স (৬ জুন)
গল্পসংক্ষেপ: ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র চুরি করেছে একজন সাইকোপ্যাথ। আর সেই অস্ত্র সে ব্যবহার করছে দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। এমন ভয়ানক শত্রুকে বধ করতে সেনাবাহিনীর দুই সেরা সেনা অফিসারকে দায়িত্ব দেন সেনাপ্রধান। জীবন বাজি রেখে মিশনে নামে তারা দুজন।
 
⊲ ব্ল্যাক আউট (হিন্দি সিনেমা)
অভিনয়: বিক্রান্ত ম্যাসি, মৌনি রয়, সুনিল গ্রোভার
দেখা যাবে: জিও সিনেমা (৭ জুন)
গল্পসংক্ষেপ: মধ্যরাতে বিপুল পরিমাণের স্বর্ণ পাচারের ঘটনা ঘটবে শহরে। আগে থেকেই প্ল্যান করা আছে সব। ঠিক ওই সময়টায় পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। সবই ছিল ঠিকঠাক। কিন্তু ব্ল্যাক আউটের ওই সময়টায় স্বর্ণ বহন করা গাড়িটাকে দুর্ঘটনাবশত আঘাত করে বসে বাড়ি ফেরা এক যুবকের গাড়ি। ড্রাইভার জ্ঞান হারালে স্বর্ণসমেত গাড়িটা নিয়ে চম্পট দেয় ওই যুবক। কিন্তু পথে নানা ঘটনা পরিক্রমায় এক এক করে তার সঙ্গে জুটতে থাকে অনাকাঙ্ক্ষিত সঙ্গী। শেষ পর্যন্ত ঘটনা মোড় নিতে শুরু করে ভিন্ন একদিকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত