শিপুল ইসলাম, রংপুর
মধ্যবিত্ত পরিবারে জন্ম নাজমিন নাহারের। উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোতেই বিয়ে দেন বাবা-মা। বেকার স্বামীর সংসারে ঠিকমতো দুবেলা খাবার জুটত না। সংসারের অভাব তাঁকে বিষিয়ে তোলে। প্রতিজ্ঞা করেন কিছু করার। এরপর শুরু করেন শিশুদের প্রাইভেট পড়ানো। এর থেকে আয় করা টাকায় কেনেন ছাগল-গাভি। এখন তিনি ছোটখাটো খামারের মালিক। খামার থেকে মাসে আয় হচ্ছে গড়ে ২৫ হাজার টাকা। এতে কেটে গেছে তাঁর সংসারের দৈন্যদশা।
তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামে ১৯৯৫ সালে মধ্যবিত্ত পরিবারে নাজমিনের জন্ম। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। ২০১৩ সালে এইচএসসি পাস করার পর তাঁর বিয়ে হয় একই উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত পাতিলভাঙা গ্রামের মাইদুল ইসলামের সঙ্গে।
নাজমিন জানান, বেকার স্বামীর সংসারে এসে প্রায় অনাহারে-অর্ধাহারে থাকতে হতো। কিন্তু এত অভাব, এত দারিদ্র্য তিনি মেনে নিতে পারেননি। তাঁর কিশোরী মন বিদ্রোহী হয়ে ওঠে। একদিন তিনি প্রতিজ্ঞা করেন দারিদ্র্যের কাছে হার মানবেন না। এর তিনি শুরু করেন শিশুদের প্রাইভেট পড়ানো। ছয় মাস প্রাইভেট পড়ানোর ১২ হাজার টাকা দিয়ে হাঁস-মুরগি ও ছাগল কেনেন। ছাগল বাচ্চা দেয়, হাঁস-মুরগি দেয় ডিম। নাজমিনের মনে স্বপ্ন জাগে।
নাজমিন আরও জানান, স্বপ্ন পূরণের জন্য হাঁস-মুরগি, ছাগল বিক্রি করে ২০১৫ সালে কেনেন সংকর জাতের দুটি বকনা বাছুর। বছর দুই পর বাছুর দুটি গাভিতে পরিণত হয় এবং প্রতিদিন ৩৬ লিটার করে দুধ দিতে শুরু করে। এই দুধ বিক্রি করে দিনে প্রায় ৬০০ টাকা আয় হয়। গোবর দিয়ে জ্বালানি তৈরি করে বাজারে বিক্রি করেও কিছু টাকা পান। এভাবে ৩ বছরে আরও ৩টি সংকর জাতের গাভি কেনেন।
৫টি গাভি দিয়ে শুরু করেন ডেইরি খামার। এখন তাঁর খামারে দেশি-বিদেশি মিলে মোট ১৩টি গরু আছে। প্রতিদিন খামার থেকে গড়ে ৮৫-৯০ লিটার দুধ পান। প্রতি লিটার দুধ ৪৫ টাকা দরে বিক্রি করে খরচ বাদে দিনে এক হাজার টাকা লাভ থাকে। বছরে দুই লাখ টাকার গাভির বাছুরও বিক্রি করেন তিনি।
খামারের আয়ের টাকায় নাজমিন পাকা বাড়ি করেছেন। তিনি বলেন, ‘৭০ শতক আবাদি জমি কিনেছি। গাভির খামারও পাকা করেছি।
আম, কাঁঠাল, লিচু, পেঁপেগাছ ও শাক-সবজি লাগিয়েছি।’
মধ্যবিত্ত পরিবারে জন্ম নাজমিন নাহারের। উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোতেই বিয়ে দেন বাবা-মা। বেকার স্বামীর সংসারে ঠিকমতো দুবেলা খাবার জুটত না। সংসারের অভাব তাঁকে বিষিয়ে তোলে। প্রতিজ্ঞা করেন কিছু করার। এরপর শুরু করেন শিশুদের প্রাইভেট পড়ানো। এর থেকে আয় করা টাকায় কেনেন ছাগল-গাভি। এখন তিনি ছোটখাটো খামারের মালিক। খামার থেকে মাসে আয় হচ্ছে গড়ে ২৫ হাজার টাকা। এতে কেটে গেছে তাঁর সংসারের দৈন্যদশা।
তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামে ১৯৯৫ সালে মধ্যবিত্ত পরিবারে নাজমিনের জন্ম। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়। ২০১৩ সালে এইচএসসি পাস করার পর তাঁর বিয়ে হয় একই উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত পাতিলভাঙা গ্রামের মাইদুল ইসলামের সঙ্গে।
নাজমিন জানান, বেকার স্বামীর সংসারে এসে প্রায় অনাহারে-অর্ধাহারে থাকতে হতো। কিন্তু এত অভাব, এত দারিদ্র্য তিনি মেনে নিতে পারেননি। তাঁর কিশোরী মন বিদ্রোহী হয়ে ওঠে। একদিন তিনি প্রতিজ্ঞা করেন দারিদ্র্যের কাছে হার মানবেন না। এর তিনি শুরু করেন শিশুদের প্রাইভেট পড়ানো। ছয় মাস প্রাইভেট পড়ানোর ১২ হাজার টাকা দিয়ে হাঁস-মুরগি ও ছাগল কেনেন। ছাগল বাচ্চা দেয়, হাঁস-মুরগি দেয় ডিম। নাজমিনের মনে স্বপ্ন জাগে।
নাজমিন আরও জানান, স্বপ্ন পূরণের জন্য হাঁস-মুরগি, ছাগল বিক্রি করে ২০১৫ সালে কেনেন সংকর জাতের দুটি বকনা বাছুর। বছর দুই পর বাছুর দুটি গাভিতে পরিণত হয় এবং প্রতিদিন ৩৬ লিটার করে দুধ দিতে শুরু করে। এই দুধ বিক্রি করে দিনে প্রায় ৬০০ টাকা আয় হয়। গোবর দিয়ে জ্বালানি তৈরি করে বাজারে বিক্রি করেও কিছু টাকা পান। এভাবে ৩ বছরে আরও ৩টি সংকর জাতের গাভি কেনেন।
৫টি গাভি দিয়ে শুরু করেন ডেইরি খামার। এখন তাঁর খামারে দেশি-বিদেশি মিলে মোট ১৩টি গরু আছে। প্রতিদিন খামার থেকে গড়ে ৮৫-৯০ লিটার দুধ পান। প্রতি লিটার দুধ ৪৫ টাকা দরে বিক্রি করে খরচ বাদে দিনে এক হাজার টাকা লাভ থাকে। বছরে দুই লাখ টাকার গাভির বাছুরও বিক্রি করেন তিনি।
খামারের আয়ের টাকায় নাজমিন পাকা বাড়ি করেছেন। তিনি বলেন, ‘৭০ শতক আবাদি জমি কিনেছি। গাভির খামারও পাকা করেছি।
আম, কাঁঠাল, লিচু, পেঁপেগাছ ও শাক-সবজি লাগিয়েছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে