Ajker Patrika

ট্রাকচাপায় বিমা কর্মকর্তা নিহত

কালিহাতী ও ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ৫৪
ট্রাকচাপায় বিমা কর্মকর্তা নিহত

কালিহাতীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেলের চালক বিমা কর্মকর্তা আবদুর রাজ্জাক (৪৫) উপজেলার পৌর এলাকার উত্তর বেতডোবা গ্রামের বাসিন্দা। তিনি একটি বিমা কোম্পানির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন। গত রোববার রাত ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টায় উত্তর বেতডোবা জামে মসজিদ-সংলগ্ন মাঠে প্রথম জানাজা ও কস্তুরিপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে কস্তুরিপাড়া সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলমুখী একটি মালবাহী ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবদুর রাজ্জাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুর রাজ্জাক। এর আগে কালিহাতী থেকে মোটরসাইকেলে করে বেতডোবার নিজ বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন তিনি। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করে কালিহাতী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

কালিহাতী-হামিদপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিন্টু সরকার জানান, শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির জিম্মায় রয়েছে ট্রাকটি। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত