বান্দরবান ও থানচি প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী রোববার। এর মধ্যে তিনটি ইউপিতে আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে। ইউপিগুলো হলো—থানচি সদর, বলিপাড়া ও তিন্দু। এসব ইউপিতে বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের অবস্থান ভালো। রেমাক্রী ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর অবস্থা শক্ত। ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, থানচির চার ইউপিতে চেয়ারম্যান পদে মোট ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ সদস্য পদে ১১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ১ নম্বর রেমাক্রী ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও স্বতন্ত্র প্রার্থী চসিং মং মারমা (আনারস)। ২ নম্বর তিন্দু ইউপিতে চেয়ারম্যান প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মংপ্রু অং মারমা (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী ভাগ্য চন্দ্র ত্রিপুরা (চমশা), থোয়াইসিং মং মারমা (চশমা) এবং স্বতন্ত্র প্রার্থী মংসাই মারমা (ঘোড়া)। ৩ নম্বর থানচি সদর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তিনজন। এঁরা হলেন আওয়ামী লীগের অংপ্রু ম্রো (নৌকা), বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো (চশমা) এবং স্বতন্ত্র ক্রাপ্রুঅং মারমা (আনারস)। ৪ নম্বর বলিপাড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ক্য সা উ মারমা (আনারস) এবং বর্তমান সদস্য স্বতন্ত্র প্রার্থী মংক্যসিং মারমা (চশমা)।
গত মঙ্গল ও বুধবার সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের অবস্থান তেমন ভালো নয়। কেবলমাত্র ১ নম্বর রেমাক্রী ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুইশৈথুই মারমার অবস্থা ভালো। এ ইউপিতে তাঁর জয়ের সম্ভাবনা বেশি। মুইশৈথুই আজকের পত্রিকাকে বলেন, তিনি নিজ ইউনিয়নের উন্নয়ন ও জনগণের পাশে ছিলেন। তাঁর বিগত কার্যক্রম ভালো দাবি করে তিনি বলেন, তিনি আবারও জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
২ নম্বর তিন্দু ইউপিতে বর্তমান চেয়ারম্যান মংপ্রু অং মারমা তাঁর বিগত সময়ের কার্যক্রম ভালো দাবি করে এবারও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে ভোটারদের সঙ্গে কথা বলে উল্টো চিত্র পাওয়া গেছে। অনেকের মতে, এখানে ভাগ্য চন্দ্র ত্রিপুরার জয়ের সম্ভাবনা বেশি। দলীয় অনেক নেতা-কর্মী নীরবে ভাগ্য চন্দ্রের ভাগ্য বদলাতে কাজ করছেন।
৩ নম্বর থানচি সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি এর আগে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরও কেন নতুন চেয়ারম্যান প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, সে হিসাব জানতে চান ভোটাররা। আওয়ামী লীগের কয়েকজন নেতাও মনে করেন, মাংসার ম্রোর অবস্থান ভালো। এখানে ক্রাপ্রুঅং মারমা আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। স্থানীয় ভোটার ও বাজারের ব্যবসায়ীরা মনে করছেন, জনগোষ্ঠীগত কারণে মারমা থেকে চেয়ারম্যান প্রার্থীর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। নৌকার প্রার্থী অংপ্রু ম্রো বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে হলেও নৌকার প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন বলে আশা করছেন।
এদিকে ৪ নম্বর বলিপাড়া ইউপিতে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ক্য সা উ মারমা আনারস প্রতীক নিয়ে লড়ছেন। ঝামেলা এড়াতেই তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ফলে তাঁর সুবিধা বেশি।
ক্য সা উ মারমা বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচনে যদি কারচুপি না হয়, ব্যালট জালিয়াতি না হয়, আওয়ামী লীগ নেতারা যদি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি না করে তাহলে তিনি জয়ী হবেন।
এদিকে বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমাও জয়ের ব্যাপারে আশাবাদী।
অনেকে বলেছেন, নির্বাচনে চূড়ান্ত কোনো কথা নেই। ভোটের দিনও ভোটারদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি ঘুরে যেতে পারে।
বান্দরবানের থানচি উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামী রোববার। এর মধ্যে তিনটি ইউপিতে আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা হচ্ছে। ইউপিগুলো হলো—থানচি সদর, বলিপাড়া ও তিন্দু। এসব ইউপিতে বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের অবস্থান ভালো। রেমাক্রী ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর অবস্থা শক্ত। ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, থানচির চার ইউপিতে চেয়ারম্যান পদে মোট ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন এবং সাধারণ সদস্য পদে ১১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ১ নম্বর রেমাক্রী ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও স্বতন্ত্র প্রার্থী চসিং মং মারমা (আনারস)। ২ নম্বর তিন্দু ইউপিতে চেয়ারম্যান প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মংপ্রু অং মারমা (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী ভাগ্য চন্দ্র ত্রিপুরা (চমশা), থোয়াইসিং মং মারমা (চশমা) এবং স্বতন্ত্র প্রার্থী মংসাই মারমা (ঘোড়া)। ৩ নম্বর থানচি সদর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তিনজন। এঁরা হলেন আওয়ামী লীগের অংপ্রু ম্রো (নৌকা), বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো (চশমা) এবং স্বতন্ত্র ক্রাপ্রুঅং মারমা (আনারস)। ৪ নম্বর বলিপাড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ক্য সা উ মারমা (আনারস) এবং বর্তমান সদস্য স্বতন্ত্র প্রার্থী মংক্যসিং মারমা (চশমা)।
গত মঙ্গল ও বুধবার সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের অবস্থান তেমন ভালো নয়। কেবলমাত্র ১ নম্বর রেমাক্রী ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুইশৈথুই মারমার অবস্থা ভালো। এ ইউপিতে তাঁর জয়ের সম্ভাবনা বেশি। মুইশৈথুই আজকের পত্রিকাকে বলেন, তিনি নিজ ইউনিয়নের উন্নয়ন ও জনগণের পাশে ছিলেন। তাঁর বিগত কার্যক্রম ভালো দাবি করে তিনি বলেন, তিনি আবারও জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
২ নম্বর তিন্দু ইউপিতে বর্তমান চেয়ারম্যান মংপ্রু অং মারমা তাঁর বিগত সময়ের কার্যক্রম ভালো দাবি করে এবারও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে ভোটারদের সঙ্গে কথা বলে উল্টো চিত্র পাওয়া গেছে। অনেকের মতে, এখানে ভাগ্য চন্দ্র ত্রিপুরার জয়ের সম্ভাবনা বেশি। দলীয় অনেক নেতা-কর্মী নীরবে ভাগ্য চন্দ্রের ভাগ্য বদলাতে কাজ করছেন।
৩ নম্বর থানচি সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রো বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি এর আগে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরও কেন নতুন চেয়ারম্যান প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, সে হিসাব জানতে চান ভোটাররা। আওয়ামী লীগের কয়েকজন নেতাও মনে করেন, মাংসার ম্রোর অবস্থান ভালো। এখানে ক্রাপ্রুঅং মারমা আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। স্থানীয় ভোটার ও বাজারের ব্যবসায়ীরা মনে করছেন, জনগোষ্ঠীগত কারণে মারমা থেকে চেয়ারম্যান প্রার্থীর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। নৌকার প্রার্থী অংপ্রু ম্রো বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে হলেও নৌকার প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন বলে আশা করছেন।
এদিকে ৪ নম্বর বলিপাড়া ইউপিতে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ক্য সা উ মারমা আনারস প্রতীক নিয়ে লড়ছেন। ঝামেলা এড়াতেই তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ফলে তাঁর সুবিধা বেশি।
ক্য সা উ মারমা বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচনে যদি কারচুপি না হয়, ব্যালট জালিয়াতি না হয়, আওয়ামী লীগ নেতারা যদি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি না করে তাহলে তিনি জয়ী হবেন।
এদিকে বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমাও জয়ের ব্যাপারে আশাবাদী।
অনেকে বলেছেন, নির্বাচনে চূড়ান্ত কোনো কথা নেই। ভোটের দিনও ভোটারদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি ঘুরে যেতে পারে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪