Ajker Patrika

বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল ভারত

জৈন্তাপুর প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৪৪
বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল ভারত

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আলী হোসেন (৩০) নামে বাংলাদেশি এক নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ ও বিএসএফ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে হস্তান্তর করা হয়। ডাউকি বিএসএফ কোম্পানি কমান্ডার রাকেশ কুমার মিসরা, ডাউকি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ রিচেনট্রন খাড়াকর, তামাবিল ইমিগ্রেশন চেক পোস্টের অফিসার ইনচার্জ মো. রনু মিয়া, এ এস আই মো. রমজানের কাছে আলী হোসেনকে হস্তান্তর করে ৷ পরে তাঁকে তামাবিল চেকপোস্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ৷

চেক পোস্ট সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ী বাটকুচি টিলাপাড়া গ্রামের আলী হোসেন প্রায় দুই বছর আগে নালিতা বাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হন।

এরপর দীর্ঘ ২১ মাস মেঘালয়ের তুরা ডিস্ট্রিক্ট কারাগারে ছিলেন তিনি। এরপর ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুরের প্রচেষ্টায় তাঁকে ফেরত পাঠায় ভারত।

তামাবিল ইমিগ্রেশন চেক পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রনু মিয়া বলেন, ভারতীয় কর্তৃপক্ষ মো.আলী হোসেন ফেরত পাঠিয়েছে। আমরা তাকে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত