মজুত সয়াবিন তেল জব্দ, গায়ের দামে বিক্রি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২২, ১২: ০২
Thumbnail image

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত করা সয়াবিন তেল জব্দ করে গায়ে দামের বিক্রি করা হয়েছে। পাশাপাশি মজুতকারী ব্যবসায়ীদের বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এলাকার ‘বসুন্ধরা ট্রেডার্সে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ওই তেল সাধারণ ক্রেতাদের কাছে খুচরা মূল্যে বিক্রি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ।

পরশুরাম (ফেনী): ফেনীর পরশুরামে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে তিন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পরশুরাম বাজারের ওই তিনটি দোকানের গুদামে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার।

বাজারের হাসপাতাল মোড়ে ন্যাশনাল স্টোরের মালিক মাঈনুল মোস্তফাকে ৩ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল মজুত করে রাখার অপরাধে ২০ হাজার টাকা, মিন্টু বিশ্বাসের গুদামে ১ হাজার লিটার সয়াবিন মজুত রাখার অপরাধে ৫ হাজার টাকা এবং ইসমাঈল হোসেন নামের আরেক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুতের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে লক্ষ্মীপুর মাছ বাজার এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত কুমার বিশ্বাস।

অভিযানে ধানহাটার পরিবেশক নুর আলম স্টোর, রূপা স্টোর ও রাজ্জাক স্টোরকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং মাছ বাজারের খান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত