হারিয়ে যাওয়া পরমার গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০৭: ১৯
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০: ৪৪

ছয় বছর বয়সী এক শিশুর নাম পরমা। সে একদিন বাইরে দীর্ঘ সময় ঘোরাঘুরির পর বুঝতে পারল, বাসায় ফেরার পথ ভুলে গেছে। পরমা ভীষণ ভয় পেয়ে গেল। কী করবে বুঝতে পারছিল না। হারিয়ে যাওয়ার পর তার বারবার মা-বাবার কথা মনে পড়ছিল। মা-বাবা সব সময় বলেছেন কখনো একা বের হবে না, ছেলেধরা নিয়ে যাবে। পরমা কাঁদতে শুরু করে। তাকে কাঁদতে দেখে এক যুবক জিজ্ঞাসা করল, ‘কী হয়েছে? কাঁদছ কেন?’

পরমা যুবকটিকে ছেলেধরা মনে করে ভয়ে ভয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ‘এমনি কাঁদছি।’

যুবকটি তার কাছে মা-বাবার কথা জানতে চেয়ে বুঝে ফেলল, পরমা হারিয়ে গেছে। যুবকটি তাকে সাহায্য করতে এগিয়ে এল। কিন্তু পরমা যে তার বাসার ঠিকানা জানে না। শুধু জানে তাদের বিল্ডিংয়ের রং সাদা। বাড়িতে লাল রঙের লোহার গেট আছে। এর পাশে একটা মসজিদ আছে। পরমার এই বর্ণনা শুনে যুবকটি পরমাকে সঙ্গে নিয়ে সাদা বিল্ডিংয়ের খোঁজ করতে শুরু করল।

কিন্তু সে কি পরমাকে বাসায় পৌঁছে দিতে পেরেছিল? শেষ পর্যন্ত কী হয়েছিল পরমার? তা জানতে হলে পড়তে হবে ‘পরমা হারিয়ে গিয়েছিল’ বইটি। বইটি লিখেছেন ঝর্ণা রহমান। বইয়ের দারুণ কিছু ছবি এঁকেছেন নূরুস সাফা অনিক। বইটি প্রকাশ করেছে ময়ূরপঙ্খী প্রকাশনী। বইটির মূল্য ১২০ টাকা। রকমারি থেকেও বইটি কেনা যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত