Ajker Patrika

নতুন বইয়ের গন্ধ মেলা প্রাঙ্গণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন বইয়ের গন্ধ মেলা প্রাঙ্গণে

মেলায় বাড়ছে নতুন বইয়ের গন্ধ। আসছেন দর্শনার্থীরাও। কেউ কেউ এসেছেন বন্ধুদের নিয়ে দল বেঁধে। স্টলে স্টলে ঘুরছেন, বই দেখছেন, কিনছেনও কেউ কেউ। সেলফিও তুলছেন অনেকে। গতকাল সোমবার অমর একুশে বইমেলার পঞ্চম দিনে দেখা গেল এমন চিত্র। 

নতুন বই আসায় বিকেলে স্টলগুলোতে প্রকাশকদের তোড়জোড় দেখা গেল। ব্যস্ত বিক্রয়কর্মীরাও। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘কখনো আমার মাকে’। তিনি বললেন, কবি শামসুর রাহমানের একই শিরোনামের বিখ্যাত কবিতা থেকেই এই উপন্যাসের নামটি নেওয়া। গত বছর প্রথম আলোর ঈদসংখ্যায় ‘শেফালি আমার মা’ নামের একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল। তার পরিসর ছিল ছোট। এবার পুরো কাহিনি প্রকাশিত হলো। 

মাওলা ব্রাদার্স থেকে বেরিয়েছে কথাসাহিত্যিক মশিউল আলমের ছোটদের জন্য বই ‘তুয়া ও ভয়ংকর বিড়ালেরা’। ছোট্ট তুয়া আর তার জুতার র‍্যাকে থাকা একটি মা বিড়াল ও তার ছানাদের নিয়ে এর গল্প। মশিউল আলম তাঁর ফেসবুক পেজে বইটি নিয়ে লিখেছেন, ‘বুঝিয়ে না বললে বড়রা কিছু বোঝে না, তাই এ বই বড়দের জন্য নয়, এতে কিছু বুঝিয়ে বলা হয়নি। এটা বুঝবে ছোটরা, তাদের কিছু বুঝিয়ে বলতে হয় না।’ 

কথাপ্রকাশ এনেছে ‘সিনেমার সাংস্কৃতিক রাজনীতি: আধুনিকতা জাতীয়তা আত্মসত্তা’ নামের বই। এটি লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আ-আল মামুন। 

মেলায় কবিতা, উপন্যাস, গল্পের বইয়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রবন্ধের বইও বিক্রি হচ্ছে। মাওলা ব্রাদার্সের ব্যবস্থাপক শাহীন শিকদার বলেন, এবারের মেলায় ৫০-৬০টি বই করার ইচ্ছা। প্রবন্ধ-গবেষণা বেশি। এ ধরনের বই বেশি চলছে। নতুন এসেছে কাবেদুল ইসলামের ‘গণপরিষদ বিতর্কের আলোকে বাংলাদেশের সংবিধান জন্মকথা’ ও সেলিম জাহানের ‘স্মৃতি হিরণ্ময়’। 

কথাপ্রকাশের বিক্রয় কর্মকর্তা জাফরুল হক বলেন, প্রবন্ধ ও গবেষণামূলক বই আসছে তাঁদের। ইতিমধ্যে বের হয়েছে হামিদ কায়সারের সম্পাদনায় ‘দেশভাগ ও উদ্বাস্তু জীবনের গল্প’, জাহীদ রেজা নূরের ‘৬ দফা থেকে স্বাধীকার’, ইমতিয়ার শামীমের ‘গোপন রাজনীতির গল্প’।

ক্যারিয়ারভিত্তিক বইও বিক্রি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এইচ এম নাসরুল্লাহ কিনেছেন ইংরেজি ভাষা শিক্ষার বই। তিনি বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বইটি কিনলাম।’ 

বইমেলায় সপরিবারে এসেছিলেন চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তাঁর নির্মিত ‘নোনা জলের কাব্য’ পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁর হাতের ব্যাগে বেশ কয়েকটি বই। জানালেন, বেশির ভাগই শিশুদের। নিজের জন্য একটি কিনেছেন। এবার বেশ কিছু গল্পের বই কিনবেন। বাংলা একাডেমি সূত্র জানায়, গতকাল ৭০টি বই এসেছে। আজ মঙ্গলবার মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত