মহালছড়িতে পুণ্যানুষ্ঠানে হাজারো মানুষ

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
Thumbnail image

খাগড়াছড়ির মহালছড়িতে কয়েক শ ভিক্ষু ও হাজারো পুণ্যার্থী উপস্থিতিতে পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমার পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে মহাসংঘ এর আয়োজন করে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মুবাছড়ি এলাকায় খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন বিহার থেকে বিহারাধ্যক্ষসহ ৩ শতাধিক ভিক্ষু অংশ নেন।

সকাল সাড়ে ৯টায় ধর্মীয় উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান সংঘনায়ক হিসেবে শ্রীমৎ বোধিপাল মহাস্থবির ও দায়ক প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

ধর্মীয় অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা জানান, প্রয়াত সোনাধন চাকমার জ্ঞাতি কূল, মাতৃকূলের জ্ঞাতি কূল, এলাকাবাসীসহ সব প্রাণীর মঙ্গলে পারিবারিকভাবে এ মহতী পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সংঘদান, ত্রিপিটক দান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, আকাশপ্রদীপ দান, হাজার বাতিদান ও পিণ্ড দানসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত