Ajker Patrika

দেশের কোনো চিনিকলই স্থায়ী বন্ধ হয়নি: শিল্পমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৯
দেশের কোনো চিনিকলই স্থায়ী বন্ধ হয়নি: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের কোনো চিনিকলই স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। চিনিকল আধুনিকায়নের জন্য সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুনরায় সব কারখানা চালু করা হবে। দেশের কোনো চিনিকলই বন্ধ না। চুয়াডাঙ্গায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০২১-২০২২ অর্থবছরের মাড়াই মৌসুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আখের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, ‘কৃষিপণ্য উৎপাদনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সুবিধা দেয়। এ বিষয়টিও যাচাই–বাছাই করা হবে। কৃষকদের দাবি মানার বিষয়টি দেখা হবে।’ 
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও বৃদ্ধি পায়। তবে আমদানি নির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করা হবে। আশা করি, আগামী তিন মাসের মধ্যে ৪০০ থেকে ৫০০ টিসিবি ট্রাক নামানো হবে। 
খালেদা জিয়ার ইস্যুতে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন কোনো ইস্যু নাই, তাই বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে। যতটুকু তারা চেষ্টা করছে, তার থেকে বেশি শোঅফ করছে। 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর প্রমুখ। পরে দর্শনা কেরু চিনি কলে মাড়াই মৌসুম শুরু হয়। কেরু চিনিকলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে মৌসুম কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত