Ajker Patrika

নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ২৪
নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

নড়াইলের লোহাগড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমান ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন গতকাল বৃহস্পতিবার।

এ সময় নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমান পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

একই সঙ্গে সব দল-মত এবং মানুষের জন্য পৌর দরজা খোলা থাকবে এবং পৌরবাসীর স্বার্থ সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের এ বিজয়ী মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র মো. আশরাফুল আলম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া পৌরসভা কার্যালয়ে নব নির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পৌর সচিব মো. তফিকুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, বিদায়ী মেয়র মো. আশরাফুল আলম, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, কাউন্সিলর মো. আনিচুর রহমান, মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এ সময় সাবেক মেয়র মো. আশরাফুল আলম নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত