Ajker Patrika

ট্রেনে আগুনের কারণ নাশকতা, রেলের কারও অবহেলা নেই

সৌগত বসু, ঢাকা
ট্রেনে আগুনের কারণ নাশকতা, রেলের কারও অবহেলা নেই

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ও গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের কারণ নাশকতা। এ দুই ঘটনার তদন্তে এটি উঠে এসেছে। রেলওয়ের দুই তদন্ত কমিটিই আগুনের অন্য কারণ খুঁজে পায়নি। তবে এই নাশকতা কীভাবে হয়েছে, তা জানতে পারেনি। রেল সূত্রে এসব জানা গেছে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা রেলওয়ের তদন্ত কমিটির এখতিয়ারে নেই। এই দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কমিটি শুধু খতিয়ে দেখে, নাশকতায় রেলের কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা রয়েছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

গত দুই মাসে ট্রেন ও রেললাইনে কমপক্ষে ১৬টি নাশকতা হয়েছে। এগুলোর মধ্যে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ও গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে প্রাণ গেছে আটজনের।

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবির আজকের পত্রিকাকে বলেন, তাঁদের তদন্ত শেষ। তদন্ত প্রতিবেদন নিয়ে কর্মকর্তাদের মন্তব্যের জন্য অপেক্ষা করছেন। শিগগিরই তাঁরা প্রতিবেদন জমা দেবেন। তিনি বলেন, দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। ট্রেনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলার কারণে আগুন লাগেনি। তাঁদের কারও দায় পাওয়া যায়নি। বেনাপোল এক্সপ্রেস নতুন ট্রেন ছিল। তাই যান্ত্রিক গোলযোগের শঙ্কা নেই। এ ছাড়া এত দ্রুত আগুন ছড়ানো সম্ভব নয়।

এই কর্মকর্তা বলেন, আগুন নেভাতে গিয়ে তাঁদের কর্মকর্তা আহত হয়েছেন। রেল নাশকতার তদন্ত করছে না।

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় তদন্ত কমিটি এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানান কমিটির প্রধান রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবির। তবে তদন্তে কী পেয়েছেন, তা জানাতে অপারগতা জানান।

ওই কমিটির সদস্য ও রেলওয়ের উপপরিচালক (প্রকৌশল) কাজী মোস্তাফিজুর রহমান সম্প্রতি বলেন, প্রতিবেদনে রেলের কোনো কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা ছিল কি না এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বলা হয়েছে। তবে ট্রেনে কীভাবে আগুন লেগেছে বা কারা আগুন দিয়েছে, এমন তথ্য সেখানে নেই। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। তদন্তে আর কোনো অগ্রগতি নেই। তবে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে যদি রেলওয়ের কারও দায় থাকে, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রেলের কাজ কীভাবে আগুন লেগেছে, তা খুঁজে বের করা।

রেলওয়ে সূত্র বলছে, এর আগে ২০১৪-১৫ সালে রেলে একাধিক নাশকতার ঘটনায়ও তদন্ত কমিটি করা হয়েছিল। তখনো কমিটি নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি। শুধু রেলের কর্মকর্তা-কর্মচারীদের দায়দায়িত্ব চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত