নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মগবাজারের ইস্কাটনে দলবল নিয়ে এক বৃদ্ধের বাড়ি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কুতুবউদ্দিন আহমেদ (৮০) রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি গত ২৯ আগস্টের, আর থানায় জিডি করা হয় ২ সেপ্টেম্বর।
ভুক্তভোগীর অভিযোগ, যেদিন রাতে বাড়ি দখলের চেষ্টা করা হয়, সেদিন তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়েও থানা-পুলিশের সহযোগিতা পাননি। পরবর্তী সময়ে জিডি করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি মোবাইলে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন।
জিডিতে বলা হয়েছে, ভুক্তভোগীর পরিবারের সবাই আমেরিকা থাকেন। তিনি একাই ঢাকার ইস্কাটনের বাড়িতে বসবাস করছেন। ২৯ আগস্ট রাত ১০টার দিকে বিবাদী আমির সালামসহ (৪৫) অজ্ঞাতনামা ১০-১২ জন তাঁর বাসার নিচের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন কুতুবউদ্দিন চিৎকার দিলে আশপাশের মহল্লার সবাই এসে তাঁকে রক্ষা করেন। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ছাড়ার আগে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি দেন। এ ছাড়া মোবাইলে কল করেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্থানীরা বলছেন, অভিযুক্ত আমির সালাম একসময়ের শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের নাম ভাঙিয়ে বাড়িটি দখল করার চেষ্টা করছেন। তিনি যেসব লোক নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে কয়েকজনের মোল্লা মাসুদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মোল্লা মাসুদ ২০০১ সালে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আসেন। পরে তিনি পালিয়ে দেশত্যাগ করেন। ২০১৫ সালে মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার হয়ে দেশটির জেলে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর মোল্লা মাসুদ আবার সক্রিয় হয়েছেন। তাঁর অনুসারীরা দেশে দখল ও চাঁদাবাজির চেষ্টা করছেন। এই বাড়ি দখলের পেছনে তাঁর সঙ্গে আমির সালামের চুক্তি হয়েছে। যদি বাড়ি না দখল হয় তবে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করবেন তাঁরা। সেই টাকার অঙ্ক কোটি পর্যন্ত যেতে পারে।
তবে কুতুবউদ্দিনকে সরাসরি মোল্লা মাসুদ বা তাঁর নামে কেউ চাঁদা দাবি করেননি। কুতুবউদ্দিন বলেন, ৩০ আগস্ট তিনি থানায় জিডি করেছেন। মোল্লা মাসুদের বিষয়ে তিনি জানেন না। তবে স্থানীয় অনেকেই এ বিষয়ে কথা বলেছেন।
কুতুবউদ্দিন আহমেদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার রাতে তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান। সে সময় রমনা থানায় তাঁকে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। থানা থেকে তাঁর কথা শোনার পর পুলিশ পাঠানোর কথা বললেও ওই দিন রাতে কোনো পুলিশ আসেনি।
এ বিষয়ে আমির সালামের বক্তব্য জানতে তাঁর মোবাইলে কল দিলে তিনি সাড়া দেননি। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তার জবাব মেলেনি।
রাজধানীর মগবাজারের ইস্কাটনে দলবল নিয়ে এক বৃদ্ধের বাড়ি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী কুতুবউদ্দিন আহমেদ (৮০) রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি গত ২৯ আগস্টের, আর থানায় জিডি করা হয় ২ সেপ্টেম্বর।
ভুক্তভোগীর অভিযোগ, যেদিন রাতে বাড়ি দখলের চেষ্টা করা হয়, সেদিন তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়েও থানা-পুলিশের সহযোগিতা পাননি। পরবর্তী সময়ে জিডি করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি মোবাইলে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন।
জিডিতে বলা হয়েছে, ভুক্তভোগীর পরিবারের সবাই আমেরিকা থাকেন। তিনি একাই ঢাকার ইস্কাটনের বাড়িতে বসবাস করছেন। ২৯ আগস্ট রাত ১০টার দিকে বিবাদী আমির সালামসহ (৪৫) অজ্ঞাতনামা ১০-১২ জন তাঁর বাসার নিচের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন কুতুবউদ্দিন চিৎকার দিলে আশপাশের মহল্লার সবাই এসে তাঁকে রক্ষা করেন। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ছাড়ার আগে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি দেন। এ ছাড়া মোবাইলে কল করেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্থানীরা বলছেন, অভিযুক্ত আমির সালাম একসময়ের শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের নাম ভাঙিয়ে বাড়িটি দখল করার চেষ্টা করছেন। তিনি যেসব লোক নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে কয়েকজনের মোল্লা মাসুদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মোল্লা মাসুদ ২০০১ সালে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আসেন। পরে তিনি পালিয়ে দেশত্যাগ করেন। ২০১৫ সালে মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার হয়ে দেশটির জেলে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, হাসিনা সরকারের পতনের পর মোল্লা মাসুদ আবার সক্রিয় হয়েছেন। তাঁর অনুসারীরা দেশে দখল ও চাঁদাবাজির চেষ্টা করছেন। এই বাড়ি দখলের পেছনে তাঁর সঙ্গে আমির সালামের চুক্তি হয়েছে। যদি বাড়ি না দখল হয় তবে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করবেন তাঁরা। সেই টাকার অঙ্ক কোটি পর্যন্ত যেতে পারে।
তবে কুতুবউদ্দিনকে সরাসরি মোল্লা মাসুদ বা তাঁর নামে কেউ চাঁদা দাবি করেননি। কুতুবউদ্দিন বলেন, ৩০ আগস্ট তিনি থানায় জিডি করেছেন। মোল্লা মাসুদের বিষয়ে তিনি জানেন না। তবে স্থানীয় অনেকেই এ বিষয়ে কথা বলেছেন।
কুতুবউদ্দিন আহমেদ গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার রাতে তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান। সে সময় রমনা থানায় তাঁকে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। থানা থেকে তাঁর কথা শোনার পর পুলিশ পাঠানোর কথা বললেও ওই দিন রাতে কোনো পুলিশ আসেনি।
এ বিষয়ে আমির সালামের বক্তব্য জানতে তাঁর মোবাইলে কল দিলে তিনি সাড়া দেননি। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তার জবাব মেলেনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে