Ajker Patrika

চিকিৎসা কর্মকর্তাকে সরাতে চিঠি

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১১: ০৮
চিকিৎসা কর্মকর্তাকে সরাতে চিঠি

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুসাইনকে তাঁর পদ থেকে সরাতে চিঠি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নাজমুলের দাবি, তিনি অনেক ভালো কাজ করায় কিছু লোক তাঁর পেছনে লেগেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরশাদ হোসেন গত সোমবার রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ওই চিঠি দেন।

টিএইচও আরশাদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে ডা. নাজমুল হুসাইন, মেডিকেল অফিসার (আবাসিক মেডিকেল অফিসার পদের বিপরীতে) পদ পরিবর্তন করিয়া মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ করার হইল’।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডা. নাজমুলের বাড়ি বদরগঞ্জ উপজেলায়। তিনি দুই বছর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে হাসপাতালে সঠিকভাবে দায়িত্ব পালন না করা, স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার ও বেশির ভাগ সময় হাসপাতাল ছেড়ে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখাসহ নানা অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে টিএইচও আরশাদ বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি শান্ত করতেই ডা. নাজমুলকে আরএমও পদ থেকে সরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি।’ উদ্ভূত পরিস্থিতিটা কী জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সবাই জানে, আপনারাও জানেন, তবে বলতে পারব না। হয়তো দু-এক দিনের মধ্যে মীমাংসা হবে।’

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন ডা. নাজমুল। তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধির কথা না শোনায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা মৌখিক অভিযোগ করেন। একপর্যায়ে তাঁর চাপে টিএইচও আমার বিরুদ্ধে সিভিল সার্জনের কাছে চিঠি দিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে আরএমও নাজমুল বলেন, ‘আমি স্থানীয় ছেলে হিসেবে দুই বছরে হাসপাতালে অনেক ভালো কাজ করেছি। আর এই ভালো কাজ করতে যাওয়ায় কিছু লোক আমার পেছনে লেগে আছে।’

বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর বিরুদ্ধে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ‘চিঠি হাতে পেয়েছি, বিষয়টি সিরিয়াসলি দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত