Ajker Patrika

কালো ধানের পরীক্ষামূলক চাষ

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩: ১৬
কালো ধানের পরীক্ষামূলক চাষ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের কৃষক আব্দুল জলিল এ বছর ৮ শতাংশ জমিতে পরীক্ষামূলক কালো ধান চাষ করেছেন। লাউস থেকে সংগৃহীত উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় তিনি এ ধান চাষ করছেন।

আব্দুল জলিল জানান, ধান রোপণের পর থেকে গাছে পাতা খুব ভালো দেখাচ্ছে। ফলন ভালো হবে আশা করা হচ্ছে। আমন চাষের মতো জমি তৈরি করে ধান রোপণ করতে হয়। রাসায়নিক সার লাগে না। জৈব সার ও পটাশ প্রয়োগ করলেই হয়।

অপরদিকে উপজেলার আটারই গ্রামের চাষি আবু সাঈদ বলেন, ‘আমিও পরীক্ষামূলক ১০ শতাংশ জমিতে কালো ধান চাষ করেছি। এ ধানের উচ্চতা আমন ধানের চেয়ে একটু বেশি। শুনেছি বিঘাপ্রতি ১০-১২ মণ ধান ফলে। এ বছর নতুন চাষ করেছি। ধান কাটার পর বলা যাবে ফলন কতটুকু হবে। এ ধানের ভাত অত্যন্ত সুস্বাদু। এ ধানকে অ্যান্টিবায়োটিক রাইস বলে। এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় ডায়াবেটিস রোগীরা এই ভাত খেতে পারেন।’

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন জানান, উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় কালো ধান চাষ করা হয়েছে। গত দুই বছরে উন্নয়ন প্রচেষ্টার বিভিন্ন কৃষক কালো ধান চাষ করেছেন। এ পর্যন্ত শুধু বীজ তৈরি করার জন্য চাষ করছে, কিন্তু আগামী বছর এই ধান আরও বিস্তৃতভাবে চাষ হবে।

এ ধানের বীজ উৎপাদন করে রংপুর, জয়পুরহাটে বিভিন্ন কৃষকের কাছে বিক্রি করে হয়েছে। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ও তালা কৃষি বিভাগের কাছেও বীজ দেওয়া হয়েছে। এ বীজ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর চাল বিক্রি হয় ১৫০ থেকে ১৮০ টাকা কেজিপ্রতি। ধান গবেষণা ইনস্টিটিউট এ ধানের পুষ্টিগুণ ও ফলন বৃদ্ধি নিয়ে গবেষণা করছে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, বেসরকারি সহযোগিতায় পরীক্ষামূলক চাষ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত