Ajker Patrika

চাল মজুতের মামলায় ব্যবসায়ী রিমান্ডে

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪: ০৩
চাল মজুতের মামলায় ব্যবসায়ী রিমান্ডে

সখীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে সংগ্রহ ও মজুত মামলায় ব্যবসায়ী বিল্লাল হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও স্থানীয় চালের ডিলার ফাইজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের একটি দল হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজারের একটি মুদিদোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল জব্দ করে। এ সময় পুলিশ মুদি দোকানি বিল্লাল হোসেন (৪০) ও সন্ধ্যায় খাদ্য বান্ধবের পরিবেশক (ডিলার) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফাইজুর রহমানকে (৬০) গ্রেপ্তার করে। পরে ওই রাতেই খাদ্য বিভাগের অফিস সহকারী মাসুদ রানা বাদী হয়ে ওই দুজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণি জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে মঙ্গলবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত এক নম্বর আসামি ব্যবসায়ী বিল্লাল হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ও আওয়ামী লীগ নেতা ও খাদ্য বান্ধবের পরিবেশক ফাইজুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত