সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই চোর গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০৭: ৩২
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ০৫

মোটরসাইকেল চুরির অভিযোগে ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দুই চোরকে শনাক্ত করেছে রাজশাহী নগরীর মতিহার থানার পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন শিবগঞ্জ উপজেলার দৌলতপুর ওপর টোলার গ্রামের ইব্রাহীম খলিল বাবু ও নামোজগন্নাথপুর ফুল দিয়ারী গ্রামের রবিউল ইসলাম রুবেল। তাঁরা সংঘবদ্ধ আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন মতিহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

মেহেদী হাসান জানান, গত সোমবার কাজলা ফুলতলা ঘাট এলাকা থেকে আবদুস সালাম নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ নিয়ে থানায় মামলা হয়। এরপর রাজশাহী নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চোরাই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন ও তাঁদের অন্য সহযোগীরা কয়েক মাস ধরে নগরীর বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরি করেছেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত