চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আহসান আলম নামে স্থানীয় এক সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে সদর হাসপাতালের ওয়ার্ডবয় রাসেলের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের ভেতরেই এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিক আহসান আলমকে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, সংবাদ প্রকাশের জেরে হামলার এ ঘটনা ঘটেছে।
আহসান আলম চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি। অভিযুক্ত ওয়ার্ডবয় রাসেল সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের দক্ষিণপাড়ার সাগরের ছেলে। তিনি সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।
এ ঘটনায় আহসান সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, গতকাল ওয়ার্ডবয় রাসেলকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সকাল ১০টার দিকে আহসান হাসপাতালের ভেতরে চা পান করে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওয়ার্ডবয় (আউটসোর্সিং) রাসেল সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসা করেন। এ বিষয়ে আহসান সম্পাদকের সঙ্গে কথার জন্য পরামর্শ দেন। পরে রাসেল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে হত্যার উদ্দেশে তাঁকে এলোপাতাড়ি পেটান।
আহসান বলেন, ‘সকালে ওয়ার্ডবয় রাসেল আমাকে প্রথমে হুমকি দিয়ে আরএমওর কক্ষে চলে যান। পরে মোবাইলে কথা বলতে বলতে এসে আমাকে হত্যার উদ্দেশে বাঁশ দিয়ে জনসম্মুখে বেধড়ক মারধর করেন। পরে হাসপাতালে থাকা নিয়োজিত পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা আমাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, আহসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
সদর হাসপাতালে আরএমও ফাতেহ আকরাম বলেন, ‘এক আয়ার জন্য ওই ওয়ার্ডবয় ও তাঁর স্ত্রীর মনোমালিন্য হয়েছিল। এ কারণে আয়াকে ছুটিতে পাঠানো হয়।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালের ভেতরে ঘটনাটি হওয়া আসলেই দুঃখজনক। এ জন্য আমরা গুরুত্বসহকারে বিষয়টি দেখছি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন ও সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানান। তাঁরা অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক জানান, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এ জেলায় আগেও ঘটছে। সেগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধী এ ধরনের ঘটনা বারবার ঘটাচ্ছে। পুলিশের কাছে অনুরোধ, দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি নিশ্চিত করার।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় সাংবাদিক আহসান আলম মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
চুয়াডাঙ্গায় আহসান আলম নামে স্থানীয় এক সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে সদর হাসপাতালের ওয়ার্ডবয় রাসেলের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের ভেতরেই এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিক আহসান আলমকে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, সংবাদ প্রকাশের জেরে হামলার এ ঘটনা ঘটেছে।
আহসান আলম চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি। অভিযুক্ত ওয়ার্ডবয় রাসেল সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের দক্ষিণপাড়ার সাগরের ছেলে। তিনি সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।
এ ঘটনায় আহসান সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, গতকাল ওয়ার্ডবয় রাসেলকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সকাল ১০টার দিকে আহসান হাসপাতালের ভেতরে চা পান করে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওয়ার্ডবয় (আউটসোর্সিং) রাসেল সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসা করেন। এ বিষয়ে আহসান সম্পাদকের সঙ্গে কথার জন্য পরামর্শ দেন। পরে রাসেল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে হত্যার উদ্দেশে তাঁকে এলোপাতাড়ি পেটান।
আহসান বলেন, ‘সকালে ওয়ার্ডবয় রাসেল আমাকে প্রথমে হুমকি দিয়ে আরএমওর কক্ষে চলে যান। পরে মোবাইলে কথা বলতে বলতে এসে আমাকে হত্যার উদ্দেশে বাঁশ দিয়ে জনসম্মুখে বেধড়ক মারধর করেন। পরে হাসপাতালে থাকা নিয়োজিত পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা আমাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, আহসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
সদর হাসপাতালে আরএমও ফাতেহ আকরাম বলেন, ‘এক আয়ার জন্য ওই ওয়ার্ডবয় ও তাঁর স্ত্রীর মনোমালিন্য হয়েছিল। এ কারণে আয়াকে ছুটিতে পাঠানো হয়।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালের ভেতরে ঘটনাটি হওয়া আসলেই দুঃখজনক। এ জন্য আমরা গুরুত্বসহকারে বিষয়টি দেখছি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন ও সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানান। তাঁরা অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক জানান, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এ জেলায় আগেও ঘটছে। সেগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধী এ ধরনের ঘটনা বারবার ঘটাচ্ছে। পুলিশের কাছে অনুরোধ, দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি নিশ্চিত করার।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় সাংবাদিক আহসান আলম মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে