Ajker Patrika

‘গ্রাম আদালতে নিষ্পত্তি হলে মামলার জট কমবে’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৩: ১১
‘গ্রাম আদালতে নিষ্পত্তি হলে মামলার জট কমবে’

গ্রাম আদালতে নিষ্পত্তি হলে মামলার জট কমবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। স্থানীয় সরকার বিভাগের আওতায় গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পটি তৃণমূল পর্যায়ে জনগণের বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে বলে জানান ইউএনও।

গতকাল বুধবার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের ৩২১ নম্বর হেডম্যান কার্যালয়ে মৌজার হেডম্যান-কার্বারি ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়রে সময় তিনি এসব কথা বলেন।

ইউএনও মুনতাসির জাহান বলেন, ‘বাংলাদেশের সংবিধানে সব জনগণকে আইনের আশ্রয় পাওয়ার অধিকার দিয়েছে। জনগণ যেকোনো সময় যেকোনো বিষয়ে তাঁদের অধিকার আদায়ের জন্য আইনের আশ্রয় নিতে পারে।’

ইউএনও বলেন, ‘আমাদের অনেক মামলা আছে। তাই এর কিছু গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে মামলার জট কমে যাবে। এ জন্য গ্রাম আদালত আরও সক্রিয় হবে। সেই ক্ষেত্রে হেডম্যান ও কার্বারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গ্রাউস, আশিকা ও টংগ্যার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক।

সভার সঞ্চালনা করেন টংগ্যার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কমিউনিটি মবিলাইজার মংচাই মারমা। এ সময় রিসোর্স পারসন হিসেবে ১১৯ নম্বর হরিণছড়া ভাইজ্যাতলীর হেডম্যান থোয়াই অং মারমা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গ্রাউসের গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায় দ্বিতীয়) প্রকল্পের সমন্বয়কারী অম্লান চাকমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, টংগ্যার থিয়েটার বিশেষজ্ঞ শিপন চাকমা, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রতিনিধি মাসাং মারমা।

মতবিনিময় সভায় রাইখালী হেডম্যান, কার্বারি ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত