পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন আগামী রোববার। এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকা ডোবাতে মরিয়া হয়ে উঠেছেন।
জানা গেছে, কলাপাড়া উপজেলার তিন ও রাঙ্গাবালী উপজেলার চার ইউপিতে এ নির্বাচন হচ্ছে। কলাপাড়ার তিনটির মধ্যে দুই ইউপিতে দুজন এবং রাঙ্গাবালী চারটির মধ্যে তিন ইউপিতে পাঁচজনসহ মোট সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এর মধ্যে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবির কেরামতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন। টিয়াখালীতে নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।
অপরদিকে রাঙ্গাবালী সদর ইউপিতে নৌকার প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন খানের বিরুদ্ধে দলের তিন বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ কে এম আজাদ এবং খলিলুর রহমান হাওলাদার। ছোট বাইশদিয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ কে সামসুদ্দিন আবু মিয়ার প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী ও চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশেম মোল্লা।
এদিকে রাঙ্গাবালী উপজেলায় পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন রাঙ্গাবালী সদর ইউপির প্রার্থী উপজেলা
আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী এ কে এম আজাদ ও মো. খলিলুর রহমান হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ছোট বাইশদিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাশেম মোল্লা। রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙ্গাবালী সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান মামুন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলেও আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশা আল্লাহ। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয় করার বিকল্প নেই।’
ছোট বাইশদিয়া ইউপির দলের বিদ্রোহী প্রার্থী বেনজির আহমেদ বাচ্চু বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হলে নিশ্চিত আমি বিজয়ী হব। কিন্তু নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী প্রচারে বাধা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন রয়েছেন সাধারণ ভোটাররা।’
এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয়, তা সবই করা হবে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং কেউ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন আগামী রোববার। এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকা ডোবাতে মরিয়া হয়ে উঠেছেন।
জানা গেছে, কলাপাড়া উপজেলার তিন ও রাঙ্গাবালী উপজেলার চার ইউপিতে এ নির্বাচন হচ্ছে। কলাপাড়ার তিনটির মধ্যে দুই ইউপিতে দুজন এবং রাঙ্গাবালী চারটির মধ্যে তিন ইউপিতে পাঁচজনসহ মোট সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এর মধ্যে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবির কেরামতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন। টিয়াখালীতে নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।
অপরদিকে রাঙ্গাবালী সদর ইউপিতে নৌকার প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন খানের বিরুদ্ধে দলের তিন বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ কে এম আজাদ এবং খলিলুর রহমান হাওলাদার। ছোট বাইশদিয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ কে সামসুদ্দিন আবু মিয়ার প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী ও চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশেম মোল্লা।
এদিকে রাঙ্গাবালী উপজেলায় পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন রাঙ্গাবালী সদর ইউপির প্রার্থী উপজেলা
আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী এ কে এম আজাদ ও মো. খলিলুর রহমান হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ছোট বাইশদিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাশেম মোল্লা। রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙ্গাবালী সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান মামুন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলেও আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশা আল্লাহ। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয় করার বিকল্প নেই।’
ছোট বাইশদিয়া ইউপির দলের বিদ্রোহী প্রার্থী বেনজির আহমেদ বাচ্চু বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হলে নিশ্চিত আমি বিজয়ী হব। কিন্তু নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী প্রচারে বাধা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন রয়েছেন সাধারণ ভোটাররা।’
এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয়, তা সবই করা হবে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং কেউ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে