Ajker Patrika

শিক্ষক, কিশোরসহ প্রাণ গেল পাঁচজনের

আজকের পত্রিকা ডেস্ক
শিক্ষক, কিশোরসহ প্রাণ গেল পাঁচজনের

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক ও এক কিশোরসহ পাঁচজন নিহত হয়েছেন। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল জলিল নামের একজন বিএসসি শিক্ষক মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। এর আগে ওই দিন সকালে উপজেলার কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্য এক শিক্ষক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল জলিল উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার কানিহাটি চা-বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রাইভেট কারের চাপায় কুঞ্জ বালা মৃধা (৪৫) নামের এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। গতকাল উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে উপজেলার শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চা-শ্রমিকেরা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রীপুর (গাজীপুর): কাভার্ড ভ্যানচাপায় দুলাল হোসেন নামের (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদুৎ মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুলাল হোসেন দিনাজপুরের মোড়ালিপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় খোলাবাজারে শাকসবজি বিক্রি করেন।

বগুড়া: সারিয়াকান্দি উপজেলায় ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল উপজেলা সদরের টিপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চররামনগর গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষক। 

জীবননগর (চুয়াডাঙ্গা): বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নুরনবী (১৭) নামের এক বাইসাইকেলচালক কিশোর নিহত হয়েছে। গতকাল বিকেলে জীবননগর উপজেলার উথলী আমতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নুরনবী উপজেলার সিংনগর স্কুলপাড়ার হাসেম আলীর ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত