পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে শাহীন চৌধুরী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে জামিন চেষ্টার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী ফিরোজা আক্তার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।
মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে একাধিকবার জামিনের আবেদন করেও পাননি। পরে তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে উচ্চ আদালতে জামিনের চেষ্টা করেন বলে গত ২ মার্চ ফিরোজা আক্তার ওই অভিযোগ করেন। গতকাল শনিবার তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, শাহীন চৌধুরী হত্যা মামলার আসামি মো. নুরুজ্জামান ভুট্টো হাইকোর্টে জামিন জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
বাদী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চে ২৫ জানুয়ারি ৩৯৮ ধারায় জামিনের আবেদন করেন। আদালতের বিচারক ময়নাতদন্ত রিপোর্ট ও পুলিশ রিপোর্টের জন্য শুনানি স্থগিত রাখেন। একই মামলায় ২২ ফেব্রুয়ারি দ্বৈত বেঞ্চের বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন দ্বৈত বেঞ্চে জামিনের আবেদনটি নাকচ করেন।
২৩ ফেব্রুয়ারি পুনরায় বিচারপতি শেখ মোহাম্মদ কাজির হোসেন বিচারপতি কাজির হায়াতের বেঞ্চে জামিনের আবেদন করা হলে ২৭ ফেব্রুয়ারি শুনানির জন্য তারিখ নির্ধারিত হয়। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ করে নথি ফেরত দেওয়া হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় ২৪ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন এর দ্বৈত বেঞ্চে নুরুজ্জামান ভুট্টোর স্থলে মো. নুরুজ্জামান উল্লেখ করে এবং তথ্য গোপন করে জালিয়াতি করে পুনরায় জামিনের আবেদন করা হয়। ২৮ ফেব্রুয়ারি বিচারপতিরা জামিনের আবেদন শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।
নিহতের স্ত্রী ফিরোজা আক্তার তার লিখিত আবেদনে উল্লেখ করেন এতে আসামিপক্ষ জামিনের আবেদন তথ্য গোপন ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। তিনি রেজিস্ট্রার জেনারেলের কাছে তার তথ্য গোপন ও জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সাইফ উদ্দিন শাহীন ফিরোজা আক্তারের আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, একই সঙ্গে চাঞ্চল্যকর মামলাটির তদন্তকারী সংস্থা পরিবর্তনের জন্য গত বৃহস্পতিবার ফেনীর আদালতে আবেদন জানিয়েছে।
নিহত দোকান কর্মচারী শাহীন চৌধুরীর স্ত্রী ফিরোজা আক্তার জানান, তিনি হাইকোর্টে জালিয়াতির অভিযোগে লিখিত আবেদন দিয়েছেন।
গত বছরের ২৩ ডিসেম্বর পরশুরামে দোকান কর্মচারী শাহীন চৌধুরীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে তাঁর স্ত্রী ফিরোজা আক্তার বাদী হয়ে মো. নুরুজ্জামান ভুট্টোকে দুই নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ২৭ ডিসেম্বর দুজন ভুট্টোর নির্দেশে শাহীন চৌধুরীকে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
গত ৪ জানুয়ারি মো. নুরুজ্জামান ভুট্টোকে ঢাকার গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
ফেনীর পরশুরামে শাহীন চৌধুরী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে জামিন চেষ্টার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী ফিরোজা আক্তার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।
মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে একাধিকবার জামিনের আবেদন করেও পাননি। পরে তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে উচ্চ আদালতে জামিনের চেষ্টা করেন বলে গত ২ মার্চ ফিরোজা আক্তার ওই অভিযোগ করেন। গতকাল শনিবার তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, শাহীন চৌধুরী হত্যা মামলার আসামি মো. নুরুজ্জামান ভুট্টো হাইকোর্টে জামিন জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
বাদী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চে ২৫ জানুয়ারি ৩৯৮ ধারায় জামিনের আবেদন করেন। আদালতের বিচারক ময়নাতদন্ত রিপোর্ট ও পুলিশ রিপোর্টের জন্য শুনানি স্থগিত রাখেন। একই মামলায় ২২ ফেব্রুয়ারি দ্বৈত বেঞ্চের বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন দ্বৈত বেঞ্চে জামিনের আবেদনটি নাকচ করেন।
২৩ ফেব্রুয়ারি পুনরায় বিচারপতি শেখ মোহাম্মদ কাজির হোসেন বিচারপতি কাজির হায়াতের বেঞ্চে জামিনের আবেদন করা হলে ২৭ ফেব্রুয়ারি শুনানির জন্য তারিখ নির্ধারিত হয়। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ করে নথি ফেরত দেওয়া হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় ২৪ ফেব্রুয়ারি বিচারপতি মোস্তাফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন এর দ্বৈত বেঞ্চে নুরুজ্জামান ভুট্টোর স্থলে মো. নুরুজ্জামান উল্লেখ করে এবং তথ্য গোপন করে জালিয়াতি করে পুনরায় জামিনের আবেদন করা হয়। ২৮ ফেব্রুয়ারি বিচারপতিরা জামিনের আবেদন শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।
নিহতের স্ত্রী ফিরোজা আক্তার তার লিখিত আবেদনে উল্লেখ করেন এতে আসামিপক্ষ জামিনের আবেদন তথ্য গোপন ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। তিনি রেজিস্ট্রার জেনারেলের কাছে তার তথ্য গোপন ও জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সাইফ উদ্দিন শাহীন ফিরোজা আক্তারের আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, একই সঙ্গে চাঞ্চল্যকর মামলাটির তদন্তকারী সংস্থা পরিবর্তনের জন্য গত বৃহস্পতিবার ফেনীর আদালতে আবেদন জানিয়েছে।
নিহত দোকান কর্মচারী শাহীন চৌধুরীর স্ত্রী ফিরোজা আক্তার জানান, তিনি হাইকোর্টে জালিয়াতির অভিযোগে লিখিত আবেদন দিয়েছেন।
গত বছরের ২৩ ডিসেম্বর পরশুরামে দোকান কর্মচারী শাহীন চৌধুরীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে তাঁর স্ত্রী ফিরোজা আক্তার বাদী হয়ে মো. নুরুজ্জামান ভুট্টোকে দুই নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ২৭ ডিসেম্বর দুজন ভুট্টোর নির্দেশে শাহীন চৌধুরীকে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
গত ৪ জানুয়ারি মো. নুরুজ্জামান ভুট্টোকে ঢাকার গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে