Ajker Patrika

‘মহাসড়কে তিন চাকার যান কিসের ভিত্তিতে চলে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘মহাসড়কে তিন চাকার যান কিসের ভিত্তিতে চলে’

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়েছেন রাজশাহীর বাসমালিক ও শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর শিরোইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার সকালে রাজশাহীর তানোর থানার সামনে এক সিএনজিচালিত অটোরিকশার চালক বাসের এক চালককে মারধর করেন এবং তাঁর পকেট থেকে টাকা কেড়ে নেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা প্রায় ১ ঘণ্টা রাজশাহী-তানোর রুটে বাস চলাচল বন্ধ রাখেন। শ্রমিকেরা আন্তজেলা এবং দূরপাল্লার বাসও বন্ধ করে দিতে চাচ্ছিলেন। তবে শ্রমিক নেতারা তা না করে প্রথমে সিএনজি ও থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানাতে চান। 
সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন অদক্ষ অটোরিকশা ও থ্রি-হুইলার চালকেরা। বাসের সঙ্গে দুর্ঘটনায় তাঁদের প্রাণও ঝরছে। দুর্ঘটনা ঘটলে বাসচালকদের বলা হয় ‘ঘাতক’; কিন্তু সিএনজি ও থ্রি-হুইলার চালকেরা কতটুকু দক্ষ ছিলেন, তাঁদের লাইসেন্স আছে কি না, তা তদন্ত করে দেখা হয় না।

সংবাদ সম্মেলনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যনির্বাহী সদস্য মাহাবুবুল আলম মাসুম বলেন, ‘সড়কে বাস চলাচল করে, এর রুটপারমিট আছে; কিন্তু অটোরিকশা এবং থ্রি-হুইলার কিসের ভিত্তিতে চলে? সেগুলোর যদি রুটপারমিট থাকে তা হলে চলুক। না থাকলে বন্ধ করা হোক। এখন একটা সড়কে এত বেশিসংখ্যক থ্রি-হুইলার ও সিএনজিচালিত অটোরিকশা চলে যে, বাস যাওয়ার রাস্তা পায় না। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। আমরা এমন পরিস্থিতি চাই না।’ 
সংবাদ সম্মেলনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত