Ajker Patrika

বাগমারায় অবৈধ নির্বাচনী অফিস উচ্ছেদ প্রশাসনের

বাগমারা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ২৮
বাগমারায় অবৈধ নির্বাচনী অফিস উচ্ছেদ প্রশাসনের

নির্বাচনী অফিস ভেঙে ফেলার অভিযোগ করেছেন বাগমারার নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম সারওয়ার। নির্বাচনের আগে প্রশাসনের এ রকম আচরণ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে বলে অভিযোগ করেন তিনি। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ফলে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ অফিস ভাঙা হচ্ছে।

আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৫ জানুয়ারি বাগমারার ১৬ ইউপিতে ভোট হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যানসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা। কিন্তু কোনো কোনো প্রার্থীর অভিযোগ, উপজেলা প্রশাসন অনেক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস গুঁড়িয়ে দিয়েছে।

ইউএনও ফারুক সুফিয়ান গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ এবং আনসার সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালান। অভিযানে নরদাশ ইউনিয়নের মাদিলা মোড়ে নৌকার প্রার্থী গোলাম সারওয়ারের একটি এবং গোবিন্দপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আল-মামুন প্রামানিকের তিনটি নির্বাচনী অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় অফিসে থাকা নৌকাসহ ব্যানার পোস্টার।

নির্বাচনী নির্দেশনা অনুযায়ী, প্রতি চেয়ারম্যান প্রার্থী তিনটি এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা একটি করে নির্বাচনী অফিস করে প্রচার চালাতে পারবেন। কাগজে কলমে এমন নির্দেশনা থাকলেও দেশের কোথায় এমন নিয়ম মানার প্রবণতা নেই। সেই নিয়ম অনুযায়ী অবৈধ অফিস ভেঙে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।

নৌকার প্রার্থী গোলাম সারওয়ার বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানালে অতিরিক্ত অফিস সরিয়ে ফেলতাম।’ কিছু না বলে নির্বাচনী অফিস কেন ভাঙা হলো এ প্রশ্ন তোলেন তিনি।

নৌকার এই প্রার্থী আরও বলেন, ‘নরদাশ ইউনিয়নে আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নির্বাচনী অফিস গুঁড়িয়ে দেওয়ায় নরদাশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রশাসনের এমন ভূমিকায় সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন নৌকার প্রার্থীরা।’

নির্বাচনী অফিস গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিকেলে নরদাশ ও গোবিন্দপাড়া ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থীরা প্রতিবাদ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, অভিযোগের ভিত্তিতে অবৈধ নির্বাচনী অফিস ভেঙে ফেলা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রশাসন। নির্বাচন নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত