শাহীন রহমান, পাবনা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের ৫৩ প্রার্থী। ইতিমধ্যে তাঁদেরে নাম কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। তবে মনোনয়ন বঞ্চিতদের বিদ্রোহী প্রার্থী না হওয়ার জন্য শপথ করানো হয়েছে। তাঁদের শপথবাক্য পাঠ করান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানা গেছে, গত শনিবার বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের যাঁরা মনোনয়ন চেয়েছেন তাঁদের নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এ সময় বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
সভায় ১০টি ইউনিয়ন থেকে ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রার্থীরাও উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলার বর্ণি ইউনিয়নে জুবের আহমদ, আব্দুল মুহিত ও শামীম আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, স্বপন চক্রবর্ত্তী, মাহতাব উদ্দিন মাতাই, নজব উদ্দিন, মুমিন আহমদ, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক, নিয়াজ উদ্দিন, আব্দুস শুক্কুর, বদরুল আলম উজ্জ্বল, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, মুমিনুর রহমান টনি, জুবের আহমদ, আতাউর রহমান সৈয়দ, দক্ষিণ শাহবাজপুরে শাহাব উদ্দিন, নাহিদ আহমদ বাবলু, সামছুল ইসলাম পুতুল, আসিক উদ্দিন, সমছুল ইমলাম, সেলিম উদ্দিন, নাসির উদ্দিন, ফয়ছল আহমদ, মুরাদ আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, সিরাজ উদ্দিন, আব্দুল লতিফ, নরেশ দে, ইয়াছিন আলী, তালিমপুর ইউনিয়নে বিদ্যুৎ কান্তি দাস, মো. নাজমুল আবেদীন, এখলাছুর রহমান, সুনাম উদ্দিন, আব্দুল আহাদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন, নজরুল ইসলাম, মহিউদ্দিন গুলজার, আব্দুল জলিল ফুলু, আশরাফ হোসেন, সুজানগর ইউনিয়নে সায়েদুল মজিদ নিকু, ইমরুল ইসলাম লাল, সৈয়দ মহসীন আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আজির উদ্দিন, সুলতানা কুহিনুর সারওয়ারী, সুব্রত কুমার দাস শিমুল, মো. তাজ উদ্দিন লতা, আব্দুল রাব্বানী, সামছুল হক, নাজিম উদ্দিন ও সঞ্জিত দাস আবেদন করেন।
বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বলেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নে দলীয় মনোনয়ন চেয়েছেন ৫৩ জন। তাঁদের নাম জেলা আওয়ামী লীগের কাছে জমা দেওয়া হয়েছে। প্রার্থীদের নাম পর্যালোচনা করে কেন্দ্রে পাঠাবে।’
প্রসঙ্গত ১৪ অক্টোবর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের ৫৩ প্রার্থী। ইতিমধ্যে তাঁদেরে নাম কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। তবে মনোনয়ন বঞ্চিতদের বিদ্রোহী প্রার্থী না হওয়ার জন্য শপথ করানো হয়েছে। তাঁদের শপথবাক্য পাঠ করান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানা গেছে, গত শনিবার বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের যাঁরা মনোনয়ন চেয়েছেন তাঁদের নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এ সময় বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
সভায় ১০টি ইউনিয়ন থেকে ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রার্থীরাও উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলার বর্ণি ইউনিয়নে জুবের আহমদ, আব্দুল মুহিত ও শামীম আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, স্বপন চক্রবর্ত্তী, মাহতাব উদ্দিন মাতাই, নজব উদ্দিন, মুমিন আহমদ, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক, নিয়াজ উদ্দিন, আব্দুস শুক্কুর, বদরুল আলম উজ্জ্বল, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, মুমিনুর রহমান টনি, জুবের আহমদ, আতাউর রহমান সৈয়দ, দক্ষিণ শাহবাজপুরে শাহাব উদ্দিন, নাহিদ আহমদ বাবলু, সামছুল ইসলাম পুতুল, আসিক উদ্দিন, সমছুল ইমলাম, সেলিম উদ্দিন, নাসির উদ্দিন, ফয়ছল আহমদ, মুরাদ আহমদ, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, সিরাজ উদ্দিন, আব্দুল লতিফ, নরেশ দে, ইয়াছিন আলী, তালিমপুর ইউনিয়নে বিদ্যুৎ কান্তি দাস, মো. নাজমুল আবেদীন, এখলাছুর রহমান, সুনাম উদ্দিন, আব্দুল আহাদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন, নজরুল ইসলাম, মহিউদ্দিন গুলজার, আব্দুল জলিল ফুলু, আশরাফ হোসেন, সুজানগর ইউনিয়নে সায়েদুল মজিদ নিকু, ইমরুল ইসলাম লাল, সৈয়দ মহসীন আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আজির উদ্দিন, সুলতানা কুহিনুর সারওয়ারী, সুব্রত কুমার দাস শিমুল, মো. তাজ উদ্দিন লতা, আব্দুল রাব্বানী, সামছুল হক, নাজিম উদ্দিন ও সঞ্জিত দাস আবেদন করেন।
বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বলেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়নে দলীয় মনোনয়ন চেয়েছেন ৫৩ জন। তাঁদের নাম জেলা আওয়ামী লীগের কাছে জমা দেওয়া হয়েছে। প্রার্থীদের নাম পর্যালোচনা করে কেন্দ্রে পাঠাবে।’
প্রসঙ্গত ১৪ অক্টোবর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে