আজকের পত্রিকা ডেস্ক
রংপুর বিভাগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিভিন্ন জেলায় শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা করা হয়েছে। এসব কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সংগঠন।
কর্মসূচিতে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। তাই সারাবিশ্বে দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট এবং সুদৃঢ় হয়েছে। এই দিবস পালনে দেশের দুর্নীতিবিরোধী সংগ্রাম আরও বেগবান হবে।
এতে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে কাজে লাগছে।
আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, দুদক কুড়িগ্রামের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
ঠাকুরগাঁও: জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘোরে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের লোকজন অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা প্রমুখ।
পঞ্চগড়: জেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে। এ ছাড়া বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাসিমুল হাসান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাইনুর রহমান, দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন মোনাব্বিল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান প্রমুখ।
নীলফামারী: জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক প্রমুখ।
ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে আলোচনা সভা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায়চৌধুরী, উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।
রৌমারী: কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই মানববন্ধন করা হয়। পরে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পূবন আখতার, উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক শহীদ রেজাউল কবির প্রমুখ।
রংপুর বিভাগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিভিন্ন জেলায় শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা করা হয়েছে। এসব কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সংগঠন।
কর্মসূচিতে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা। তাই সারাবিশ্বে দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট এবং সুদৃঢ় হয়েছে। এই দিবস পালনে দেশের দুর্নীতিবিরোধী সংগ্রাম আরও বেগবান হবে।
এতে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে কাজে লাগছে।
আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, দুদক কুড়িগ্রামের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
ঠাকুরগাঁও: জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘোরে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের লোকজন অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা প্রমুখ।
পঞ্চগড়: জেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন করে। এ ছাড়া বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাসিমুল হাসান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাইনুর রহমান, দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন মোনাব্বিল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান প্রমুখ।
নীলফামারী: জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক প্রমুখ।
ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে আলোচনা সভা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায়চৌধুরী, উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।
রৌমারী: কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই মানববন্ধন করা হয়। পরে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পূবন আখতার, উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক শহীদ রেজাউল কবির প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে