এ সপ্তাহের ওটিটি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৮: ১৫
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৮: ১৬

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
⊲ নষ্টনীড় টু (বাংলা সিরিজ)
অভিনয়: সন্দীপ্তা সেন, সৌম্য ব্যানার্জি, রুকমা
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: অপর্ণার জীবন আবারও ঘোর সংকটে পড়ে, যখন তার স্বামী কলেজের অধ্যাপক ঋষভ তারই ছাত্রী গোধুলীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হয়। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঋষভ। স্বামীর সঙ্গে অপর্ণার দিন দিন দূরত্ব বাড়তেই থাকে। এ পরিস্থিতিতে অপর্ণা বুঝতে পারে, সে অন্তঃসত্ত্বা। তবুও গোধুলীর হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় অপর্ণা।
 
⊲ দ্য ডিকামেরন (ইংরেজি সিরিজ)
অভিনয়: জোসিয়া ম্যামেট, মনিকা জ্যাকসন
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: ১৩৪৬ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত ইউরোপে ঘটে যাওয়া ভয়াবহ মহামারি ব্ল্যাক ডেথ-এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিরিজটি। এ সিরিজে দেখানো হয়েছে ১৩৪৮ সালের ঘটনা। মহামারির হাত থেকে রক্ষা পেতে ইউরোপের একদল সম্ভ্রান্ত ব্যক্তি আশ্রয় নেয় ইতালির এক গ্রামে। সেখানে নাচ-গান, মদ্যপানের সঙ্গে আনন্দে দিন কাটে তাদের। তবে এ পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয় না।
 
⊲ ব্ল্যাডি ইশক (হিন্দি সিনেমা)
অভিনয়: আভিকা গোর, বর্ধন পুরী
দেখা যাবে: ডিজনি প্লাস হটস্টার
গল্পসংক্ষেপ: ভৌতিক এ সিনেমার কেন্দ্রে রয়েছে নেহা নামের এক তরুণী। ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে স্মৃতি হারিয়ে ফেলে নেহা। দুর্ঘটনার এই মানসিক ধকল সারিয়ে তোলার জন্য নেহার স্বামী তাকে বিচ্ছিন্ন এক স্কটিশ দ্বীপে নিয়ে যায়। সেখানে গিয়ে নেহা প্রতিনিয়ত অনুভব করতে থাকে, এ বাড়িতে কোনো অশুভ শক্তির আনাগোনা আছে। একে একে নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে থাকে তারা।
 
⊲ টাইম ব্যান্ডিটস (ইংরেজি সিরিজ)
অভিনয়: লিসা কুন্দ্রো, টেগ মারফি
দেখা যাবে: অ্যাপল টিভি প্লাস
গল্পসংক্ষেপ: ১৯৮১ সালে মুক্তি পাওয়া টাইম ব্যান্ডিটস সিনেমার গল্প অবলম্বনে তৈরি হয়েছে ১০ পর্বের এই সিরিজ। এ সিরিজের কেন্দ্রে রয়েছে কেভিন নামের ১০ বছরের এক বালক, ইতিহাসের প্রতি যার প্রবল আগ্রহ। ঘটনাক্রমে একদিন সে টাইম ট্রাভেল করে পৌঁছে যায় অতীতে। সেখানে তার সঙ্গে দেখা হয় এক ডাকাত দলের। ওই দলের কাছে আছে অদ্ভুত এক ম্যাপ, যার সাহায্যে তারা ইতিহাস প্রসিদ্ধ বিভিন্ন জায়গায় চলে যায় এবং সম্পদ লুট করে। কেভিনও তাদের সঙ্গে সঙ্গে ঘোরে, তার পরিবার সর্বোপরি পৃথিবীকে বাঁচানোর উদ্দেশে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত