মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
পটুয়াখালীতে দিন দিন বাড়ছে গোখাদ্যের দাম। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। তাই প্রতিনিয়ত শহরে কমছে গবাদিপশুর খামার। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি না থাকাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, পটুয়াখালী শহরে একসময় শতাধিক গরুর খামার ছিল। এর সংখ্যা কমতে কমতে এখন হাতেগোনা কয়েকটি রয়েছে। এর মূল কারণ গবাদিপশুর খাবারের দাম বৃদ্ধি।
শহরের বিভিন্ন বাজারে পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, ছয় মাস আগে যে গমের ভুসি ৮০০ টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ টাকায়। আগে যে ভুট্টার গুঁড়া ১ হাজার ২০০ টাকা ছিল, এখন তা ১ হাজার ৯০০ টাকা। ৪০ কেজি মুগের ভুসি আগে ১ হাজার ৩০০ টাকা ছিল, এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫০ টাকায়।
পটুয়াখালী শহরের সবুজবাগ, ২ নম্বর ব্রিজ ও পাকার মাথা এলাকায় গিয়ে দেখা যায়, শহরের অধিকাংশ খামার বন্ধ হয়ে পড়ছে। কিছু খামারে গরু থাকলেও খাবার কমিয়ে দিতে হচ্ছে।
সদর উপজেলার ২ নম্বর ব্রিজ এলাকার খামারি সুলতান মিয়া বলেন, ‘আমাদের এলাকায় উন্নত জাতের ঘাস চাষ হয় না। তাই দানাদার খাবার ও খড়কুটো খাইয়ে গরুর খামার চালাই।’
শহরের সবুজবাগ এলাকার খামারি কামাল বলেন, ‘সরকারের তদারকি না থাকলে সামনের দিনে খামার ছেড়ে দিতে হবে।’
শহরের পুরান বাজার এলাকার গোখাদ্যের পাইকারি বিক্রেতা আব্দুর রাজ্জাক হোসেন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে গমের ভুসির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া যখনই সয়াবিন তেলের দাম বাড়ল, তখন থেকে সয়ামিলের ভুসির দামও বাড়ানো হয়েছে।’
জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ বলেন, ‘বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। কোথাও তদারকি নেই। হঠাৎই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে শত শত খামারিকে পথে বসতে হবে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই গোখাদ্যের দাম বেড়েছে। তবে কীভাবে খামারিদের টিকিয়ে রাখা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি।’
পটুয়াখালীতে দিন দিন বাড়ছে গোখাদ্যের দাম। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। তাই প্রতিনিয়ত শহরে কমছে গবাদিপশুর খামার। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি না থাকাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, পটুয়াখালী শহরে একসময় শতাধিক গরুর খামার ছিল। এর সংখ্যা কমতে কমতে এখন হাতেগোনা কয়েকটি রয়েছে। এর মূল কারণ গবাদিপশুর খাবারের দাম বৃদ্ধি।
শহরের বিভিন্ন বাজারে পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, ছয় মাস আগে যে গমের ভুসি ৮০০ টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ টাকায়। আগে যে ভুট্টার গুঁড়া ১ হাজার ২০০ টাকা ছিল, এখন তা ১ হাজার ৯০০ টাকা। ৪০ কেজি মুগের ভুসি আগে ১ হাজার ৩০০ টাকা ছিল, এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫০ টাকায়।
পটুয়াখালী শহরের সবুজবাগ, ২ নম্বর ব্রিজ ও পাকার মাথা এলাকায় গিয়ে দেখা যায়, শহরের অধিকাংশ খামার বন্ধ হয়ে পড়ছে। কিছু খামারে গরু থাকলেও খাবার কমিয়ে দিতে হচ্ছে।
সদর উপজেলার ২ নম্বর ব্রিজ এলাকার খামারি সুলতান মিয়া বলেন, ‘আমাদের এলাকায় উন্নত জাতের ঘাস চাষ হয় না। তাই দানাদার খাবার ও খড়কুটো খাইয়ে গরুর খামার চালাই।’
শহরের সবুজবাগ এলাকার খামারি কামাল বলেন, ‘সরকারের তদারকি না থাকলে সামনের দিনে খামার ছেড়ে দিতে হবে।’
শহরের পুরান বাজার এলাকার গোখাদ্যের পাইকারি বিক্রেতা আব্দুর রাজ্জাক হোসেন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে গমের ভুসির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া যখনই সয়াবিন তেলের দাম বাড়ল, তখন থেকে সয়ামিলের ভুসির দামও বাড়ানো হয়েছে।’
জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ বলেন, ‘বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। কোথাও তদারকি নেই। হঠাৎই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে শত শত খামারিকে পথে বসতে হবে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই গোখাদ্যের দাম বেড়েছে। তবে কীভাবে খামারিদের টিকিয়ে রাখা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে