কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া পৌরশহরে মোটরসাইকেল ও ইজিবাইক চুরি উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। দিনের বেলায় বাড়ি ও হাসপাতালের আশপাশ থেকে চুরি হয়ে যাচ্ছে মোটরসাইকেল ও ইজিবাইক। সংঘবদ্ধ চোরদের হাত থেকে চাকরিজীবীসহ সাধারণ মানুষ কেউ বাদ পড়ছেন না।
সিসিটিভিপরিবেষ্টিত পৌরশহরে একের পর এক চুরির ঘটনায় মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সিসিটিভির ফুটেজে চোরকে পালানোর দৃশ্য স্পষ্ট হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো মোটরসাইকেল পুলিশ উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
এ্যরিষ্টোফার্মা নামের একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সোহেল আহম্মেদ জানিয়েছেন, গত বুধবার দুপুর ১২টার দিকে তিনি পৌরশহরের ছোট কালিয়ার ভাড়া বাসার সামনে তাঁর প্লাটিনাম-১০০ সিসি নামের মোটরসাইকেলটি রেখে ভেতরে ওষুধের স্যাম্পল রাখতে গেলে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি কালিয়া থানা-পুলিশকে জানানোসহ লিখিত অভিযোগ করেছেন। কিন্তু গত ৩ দিনেও তাঁর অভিযোগটি নথি ভুক্ত হয়নি। এ ছাড়া গত বছর ১৬ ডিসেম্বর শহরের কালিয়া হাসপাতালর সামনে থেকে স্থানীয় ঠিকাদার মনির হোসেনের অ্যাপাচি ফোরভি নামের অপর একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিতে থানায় অভিযোগ করলেও গত ৩ মাসেও খোঁজ মেলেনি।
অপরদিকে কালিয়া হাসপাতালের সামনে থেকে সম্প্রতি দিনদুপুরে মোটরসাইকেলসহ একাধিক ইজিবাইক চুরির ঘটনাসহ রাতের অন্ধকারেও বাসা-বাড়িতে চোরেরা হানা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে চোরদের দমনে নেই কোনো কার্যকর পদক্ষেপ বলে অভিযোগ রয়েছে।
মো. সোহেল বলেছেন, ‘সিসি টিভির ফুটেজসহ তিনি ওই দিন বিকেলেই কালিয়া থানায় অভিযোগ করেছেন। গত শুক্রবার রাতে তিনি মামলার খোঁজ নিতে থানায় গেলে অভিযোগের তদন্ত কারি কর্মকর্তা উপপরিদর্শক মো. মিজানুর রহমান মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরকে আটকের আশ্বাস দিয়েছেন।
সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বিএম একরামুল হক টুকু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দিনদুপুরে বাসাবাড়ি ও সরকারি অফিসের সামনে থেকে চুরির ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই পারে চোর চক্রকে রুখতে। সে জন্য সম্মিলিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেছেন, তিনি অভিযোগসহ সিসি টিভির ফুটেজ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা শুরু করেছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রতনুজ্জামান বলেছেন, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মামলা করতে অনীহা প্রকাশ করায় মামলা হয়নি। সিসি টিভির ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করার চেষ্টা ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আতঙ্কের বিষয়টি জানাতে চাইলে তিনি সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। পুলিশ দ্রুত একটি অভিযানে নামবে বলে জানিয়েছেন তিনি।
কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা বলেছেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মোটরসাইকেল ও ইজিবাইক যোগে মানুষ নানা কাজে উপজেলা সদরে আসেন। একাধিক মোটরসাইকেল ও ইজিবাইক চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন কঠোর না হলে সংঘবদ্ধ চোরচক্রকে প্রতিরোধ করা সম্ভব না।
নড়াইলের কালিয়া পৌরশহরে মোটরসাইকেল ও ইজিবাইক চুরি উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। দিনের বেলায় বাড়ি ও হাসপাতালের আশপাশ থেকে চুরি হয়ে যাচ্ছে মোটরসাইকেল ও ইজিবাইক। সংঘবদ্ধ চোরদের হাত থেকে চাকরিজীবীসহ সাধারণ মানুষ কেউ বাদ পড়ছেন না।
সিসিটিভিপরিবেষ্টিত পৌরশহরে একের পর এক চুরির ঘটনায় মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সিসিটিভির ফুটেজে চোরকে পালানোর দৃশ্য স্পষ্ট হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো মোটরসাইকেল পুলিশ উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
এ্যরিষ্টোফার্মা নামের একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সোহেল আহম্মেদ জানিয়েছেন, গত বুধবার দুপুর ১২টার দিকে তিনি পৌরশহরের ছোট কালিয়ার ভাড়া বাসার সামনে তাঁর প্লাটিনাম-১০০ সিসি নামের মোটরসাইকেলটি রেখে ভেতরে ওষুধের স্যাম্পল রাখতে গেলে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি কালিয়া থানা-পুলিশকে জানানোসহ লিখিত অভিযোগ করেছেন। কিন্তু গত ৩ দিনেও তাঁর অভিযোগটি নথি ভুক্ত হয়নি। এ ছাড়া গত বছর ১৬ ডিসেম্বর শহরের কালিয়া হাসপাতালর সামনে থেকে স্থানীয় ঠিকাদার মনির হোসেনের অ্যাপাচি ফোরভি নামের অপর একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিতে থানায় অভিযোগ করলেও গত ৩ মাসেও খোঁজ মেলেনি।
অপরদিকে কালিয়া হাসপাতালের সামনে থেকে সম্প্রতি দিনদুপুরে মোটরসাইকেলসহ একাধিক ইজিবাইক চুরির ঘটনাসহ রাতের অন্ধকারেও বাসা-বাড়িতে চোরেরা হানা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে চোরদের দমনে নেই কোনো কার্যকর পদক্ষেপ বলে অভিযোগ রয়েছে।
মো. সোহেল বলেছেন, ‘সিসি টিভির ফুটেজসহ তিনি ওই দিন বিকেলেই কালিয়া থানায় অভিযোগ করেছেন। গত শুক্রবার রাতে তিনি মামলার খোঁজ নিতে থানায় গেলে অভিযোগের তদন্ত কারি কর্মকর্তা উপপরিদর্শক মো. মিজানুর রহমান মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরকে আটকের আশ্বাস দিয়েছেন।
সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বিএম একরামুল হক টুকু ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দিনদুপুরে বাসাবাড়ি ও সরকারি অফিসের সামনে থেকে চুরির ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই পারে চোর চক্রকে রুখতে। সে জন্য সম্মিলিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেছেন, তিনি অভিযোগসহ সিসি টিভির ফুটেজ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা শুরু করেছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রতনুজ্জামান বলেছেন, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মামলা করতে অনীহা প্রকাশ করায় মামলা হয়নি। সিসি টিভির ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করার চেষ্টা ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আতঙ্কের বিষয়টি জানাতে চাইলে তিনি সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। পুলিশ দ্রুত একটি অভিযানে নামবে বলে জানিয়েছেন তিনি।
কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা বলেছেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মোটরসাইকেল ও ইজিবাইক যোগে মানুষ নানা কাজে উপজেলা সদরে আসেন। একাধিক মোটরসাইকেল ও ইজিবাইক চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন কঠোর না হলে সংঘবদ্ধ চোরচক্রকে প্রতিরোধ করা সম্ভব না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে