Ajker Patrika

শার্শায় স্কুলছাত্রকে খুন করে ইজিবাইক ছিনতাই

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫: ০২
শার্শায় স্কুলছাত্রকে খুন করে ইজিবাইক ছিনতাই

যশোরের শার্শায় সাকিব হাসান নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে একটি কুলবাগান থেকে শার্শা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।

সাকিব হাসান ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে।

মা-বাবার বিচ্ছেদের পর নানার বাড়িতে থেকে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছিল সাকিব। কিন্তু অভাবের সংসারে হাল ধরতে অসুস্থ নানার ইজিবাইক নিয়ে প্রায় দিনই রোজগারের জন্য বের হতো সাকিব। কিন্তু গত সোমবার দুপুরে বের হয়ে সারা রাত নিখোঁজ থাকা সাবিকবের পরদিন সকালে মিলল লাশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় সে। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সবাই খোঁজাখুঁজি করে। তবে তার ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তা বাড়ে নানার। একপর্যায়ে মঙ্গলবার সকালে জানতে পারেন, শার্শা ধলদা মাঠের একটি কুলবাগানে এক কিশোরের লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে সাকিবের লাশ শনাক্ত করেন নানা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সাকিবের নানা আকবর আলী বলেন, ‘আমার বেঁচে থাকার অবলম্বন সাকিবকে যারা খুন করেছে, তাঁরা যেন উপযুক্ত শাস্তি পান। আইনের লোকদের কাছে আমার একটাই দাবি।’

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, ‘সাকিবের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ছিল। লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

তারিকুল ইসলাম আরও বলেন, ‘ ইজিবাইক ছিনতাই করতে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনিদের দ্রুত আটকের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত