Ajker Patrika

বন্যায় ক্ষতিগ্রস্ত বীজতলা নতুন করে তৈরির প্রস্তুতি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৭: ১৮
বন্যায় ক্ষতিগ্রস্ত বীজতলা নতুন করে তৈরির প্রস্তুতি

বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চলসহ অনেক উঁচু এলাকায় আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে চাষিরা এখন নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, অনেক বীজতলা পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না। কৃষি বিভাগের পরামর্শমতো পরিচর্যা করলে বীজতলার ক্ষতি কমবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রণোদনার আওতায় আগাম জাতের ধানবীজ দেওয়া হবে। প্রণোদনার এই বীজ বপনের ১৫ থেকে ২০ দিনের মধ্যে জমিতে রোপণ করা যাবে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ৪৪৩ হেক্টর জমি। শ্রাবণের মাঝামাঝি থেকে ভাদ্রের প্রথম সপ্তাহ পর্যন্ত আমনের চারা রোপণ করা হয়। বীজতলা করা হয় আষাঢ়ের শেষ সপ্তাহ পর্যন্ত। এবারও চাষিরা সময়মতো বীজতলা তৈরি করেছিলেন। তবে গত সপ্তাহ থেকে ভারী বর্ষণে নিচু এলাকার সব বীজতলা ডুবে যায়। যেসব এলাকার পানিনিষ্কাশনের ব্যবস্থা ভালো, সেখানে বৃষ্টির পানি নেমে গেলেও বীজতলার অবস্থা ভালো নয়। সম্প্রতি অতিবৃষ্টিতে ৮০ শতাংশ বীজতলা ডুবে যায়। অনেক এলাকার বীজতলা এখনো পানির নিচে।

সুন্দরখাতা গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান, ‘এ বছর পাঁচ একর জমিতে আমন চাষের পরিকল্পনা করেছিলাম। ১৫ দিন আগে বীজতলা তৈরি করি। চারা কিছুটা বড়ও হয়েছিল। এখন বীজতলায় হাঁটুপানি। এই চারা দিয়ে এক একর জমি রোপণ করাও সম্ভব হবে না।’

উত্তর তিতপাড়া গ্রামের বাদশা সেকেন্দার জানান, ‘বীজতলা তৈরি করে আমন ধানের বীজ রোপণ করেছিলাম। টানা বৃষ্টির ফলে চারা নষ্ট হয়ে যাওয়ায় আবার বীজতলা তৈরি করে আমন ধানের বীজ বপন করেছি।’

দোহলপাড়ার কৃষক রবিউল ইসলাম জানান, অধিকাংশ চাষির বীজতলা পানির নিচে। চারার মাথায় পচন ধরেছে। এই চারা রোপণ করা যাবে না। অনেকে নতুন করে বীজতলা তৈরির চেষ্টা করছেন। এতে খরচ বাড়বে। অনেকে ভালো বীজ জোগাড় করতে পারছেন না। নতুন বীজতলার চারা রোপণের উপযোগী হতে মৌসুম শেষ দিকে চলে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত