কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দেড় শ বছরের বেশি সময় ধরে কেরানীগঞ্জের মাটিতে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে অবস্থিত এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ ‘দ্য অ্যাওয়ার্ড অব মেরিট’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
জানা গেছে, ২০২১ ইউনেসকো এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে ৬টি দেশের ৯টি প্রকল্প বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছে। যার মধ্যে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ দ্য অ্যাওয়ার্ড অব মেরিট পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্থানীয়দের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার পর্যটকেরা কেরানীগঞ্জে এলে একবার অন্তত এ মসজিদটি দেখতে আসেন। দেড় শ বছরের পুরোনো মসজিদটির পুরোনো আদল সম্পূর্ণ ঠিক রেখে সুনিপুণ হাতে পুনর্নির্মাণের কাজ করেছেন স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ। বাংলাদেশের আধুনিক স্থাপনায় এই মসজিদটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এ কারণে নিউ ইয়র্ক টাইমস, আর্ক ডেইলির মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে বাংলাদেশের অনন্য এই স্থাপনাটি নিয়ে একাধিকবার ফিচার হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘এই মসজিদটি প্রথম প্রতিষ্ঠিত হয় আমাদের পূর্বপুরুষদের হাত ধরে। চার প্রজন্ম ধরে এই মসজিদটি আমরা রক্ষণাবেক্ষণ করে আসছি। নতুন করে যখন মসজিদটি নির্মাণ করা হয় তখন পুরোনো মসজিদকে রেখে পুনর্নির্মাণ করাটাই ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ দেশের জন্য যেমন বিরাট সম্মানের, তেমনি আমার জন্যও ভীষণ আনন্দের।’
মসজিদটির স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘একটি আন্তর্জাতিক পুরস্কার আমার জন্য যেমন আনন্দের তেমনি গর্বের। তবে স্থানীয় সাংসদ যখন আমাকে বলেছিলেন মসজিদটি সংস্কার করার কথা, তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। মসজিদটি সংস্কারের ক্ষেত্রে স্থাপত্যশৈলীর পাশাপাশি আধুনিকতার বিষয়টি মাথায় রাখতে হয়েছে। আন্তর্জাতিক পুরস্কার পেয়ে মনে হচ্ছে আমরা সফল।’
দেড় শ বছরের বেশি সময় ধরে কেরানীগঞ্জের মাটিতে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে অবস্থিত এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ ‘দ্য অ্যাওয়ার্ড অব মেরিট’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
জানা গেছে, ২০২১ ইউনেসকো এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে ৬টি দেশের ৯টি প্রকল্প বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছে। যার মধ্যে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ দ্য অ্যাওয়ার্ড অব মেরিট পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্থানীয়দের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার পর্যটকেরা কেরানীগঞ্জে এলে একবার অন্তত এ মসজিদটি দেখতে আসেন। দেড় শ বছরের পুরোনো মসজিদটির পুরোনো আদল সম্পূর্ণ ঠিক রেখে সুনিপুণ হাতে পুনর্নির্মাণের কাজ করেছেন স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ। বাংলাদেশের আধুনিক স্থাপনায় এই মসজিদটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এ কারণে নিউ ইয়র্ক টাইমস, আর্ক ডেইলির মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে বাংলাদেশের অনন্য এই স্থাপনাটি নিয়ে একাধিকবার ফিচার হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘এই মসজিদটি প্রথম প্রতিষ্ঠিত হয় আমাদের পূর্বপুরুষদের হাত ধরে। চার প্রজন্ম ধরে এই মসজিদটি আমরা রক্ষণাবেক্ষণ করে আসছি। নতুন করে যখন মসজিদটি নির্মাণ করা হয় তখন পুরোনো মসজিদকে রেখে পুনর্নির্মাণ করাটাই ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ দেশের জন্য যেমন বিরাট সম্মানের, তেমনি আমার জন্যও ভীষণ আনন্দের।’
মসজিদটির স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘একটি আন্তর্জাতিক পুরস্কার আমার জন্য যেমন আনন্দের তেমনি গর্বের। তবে স্থানীয় সাংসদ যখন আমাকে বলেছিলেন মসজিদটি সংস্কার করার কথা, তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। মসজিদটি সংস্কারের ক্ষেত্রে স্থাপত্যশৈলীর পাশাপাশি আধুনিকতার বিষয়টি মাথায় রাখতে হয়েছে। আন্তর্জাতিক পুরস্কার পেয়ে মনে হচ্ছে আমরা সফল।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে