Ajker Patrika

বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৩
বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরার পাটকেলঘাটার ৪ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া ওই চেয়ারম্যান প্রার্থীর নাম শেখ গোলাম মোস্তফা।

গত সোমবার সকালে সকলের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছায়ের সময় তাঁর মনোনয়ন বাতিল করেন নির্বাচন কর্মকর্তা।

জানা যায়, মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ গোলাম মোস্তফার মনোনয়ন বাতিল করেছেন তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা। শেখ গোলাম মোস্তফা চেয়ারম্যান থাকাকালীন সময়ে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সে সময় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তিনি গ্রেপ্তার হন এবং বিচারে আদালত তাকে তিন বছরের সাজা প্রদান করেন।

এ বিষয়ে শেখ গোলাম মোস্তফা বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে আপিল করব। তিনি বলেন সাজাপ্রাপ্ত মামলায় মহামান্য কোর্ট থেকে জামিনপ্রাপ্ত। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে জন্য বিশ্বাস করি যে, অবশ্যই আমি আমার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাব।

এদিকে কুমিরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলামসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত