লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নৌকাডুবিতে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৪ জনের সন্ধান গতকাল রাত পর্যন্ত মেলেনি। খুলনা, যশোর ও নড়াইল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার সন্ধ্যায় নবগঙ্গা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে ও হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে তাছিম শেখ।
নিখোঁজ চারজন হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়্যাল মণ্ডল (২৬), কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১), জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৫) ও হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের টুকু শেখের ছেলে লাভু (৩০)।
গতকাল শনিবার সকালে নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মৃত বা নিখোঁজদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস বৃহত্তর যশোর জোনের সহকারী-পরিচালক মামুনুর রশিদ জানান, স্থানীয়দের সহযোগিতায় গতকাল দুজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমারা জেনেছি যে এখনো চারজন পুরুষ নিখোঁজ রয়েছেন। সকাল থেকে আমাদের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জোয়ার-ভাটা থাকায় যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানে মৃতদেহ থাকার সম্ভাবনা ক্ষীণ রয়েছে। সারা দিন আমরা উদ্ধার তৎপরতা চালাব।
উল্লেখ্য পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে নাজমা বেগম (৩০)
তার শিশুপুত্র তাছিম শেখ (২) পরিবারের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে মৃত দাদিকে দেখতে যান। ছোট নৌকায় পরিবারের ১৬ থেকে ১৭ জন নদী পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় ১০ জন সাঁতারে ওপরে ওঠেন। তাদের চিকিৎসা চলছে।
নড়াইলের কালিয়ায় নৌকাডুবিতে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৪ জনের সন্ধান গতকাল রাত পর্যন্ত মেলেনি। খুলনা, যশোর ও নড়াইল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার সন্ধ্যায় নবগঙ্গা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে ও হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে তাছিম শেখ।
নিখোঁজ চারজন হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়্যাল মণ্ডল (২৬), কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১), জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৫) ও হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের টুকু শেখের ছেলে লাভু (৩০)।
গতকাল শনিবার সকালে নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মৃত বা নিখোঁজদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস বৃহত্তর যশোর জোনের সহকারী-পরিচালক মামুনুর রশিদ জানান, স্থানীয়দের সহযোগিতায় গতকাল দুজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমারা জেনেছি যে এখনো চারজন পুরুষ নিখোঁজ রয়েছেন। সকাল থেকে আমাদের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জোয়ার-ভাটা থাকায় যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানে মৃতদেহ থাকার সম্ভাবনা ক্ষীণ রয়েছে। সারা দিন আমরা উদ্ধার তৎপরতা চালাব।
উল্লেখ্য পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের ইমামুল মণ্ডলের মেয়ে নাজমা বেগম (৩০)
তার শিশুপুত্র তাছিম শেখ (২) পরিবারের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে মৃত দাদিকে দেখতে যান। ছোট নৌকায় পরিবারের ১৬ থেকে ১৭ জন নদী পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় ১০ জন সাঁতারে ওপরে ওঠেন। তাদের চিকিৎসা চলছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে