Ajker Patrika

চা দোকানির চার গরু চুরি

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭: ১১
চা দোকানির  চার গরু চুরি

পিরোজপুর পৌরসভার মধ্য নামাজপুর এলাকায় এক ব্যক্তির চারটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গরুর মালিক মো. কবির হোসেন। তিনি চায়ের দোকান করেন। এ দোকানের আয় দিয়ে সংসার খরচ চালান। পাশাপাশি চারটি গরু পালন করতেন।

গরুর মালিকের স্ত্রী নাজমুন্নাহার বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাতে চারটি গরু গোয়ালঘরে রেখে বাড়িতে রাতে ঘুমিয়েছি। গোয়াল ঘরের তালা ও শিকল ভেঙে কারা গরুগুলো নিয়ে গেছে জানি না। আজ (গতকাল শুক্রবার) সকালে গিয়ে দেখি, গরু একটাও নাই। গরুগুলো আমরা যাতে পেতে পারি তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।’

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার বলেন, ‘আমরা সকাল থেকেই তদন্ত করতেছি। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরায় খোঁজ নিচ্ছি। আশা করছি, গরু চুরির এ ঘটনায় জড়িতদের খুব দ্রুত বের করতে সক্ষম হব।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, ‘নামাজপুর এলাকায় চুরির কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত