চট্টলাবাসীকে প্রধানমন্ত্রীর ৩৫ প্রকল্প উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ১২: ১০

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে ২৯টি প্রকল্পের উদ্বোধন এবং ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে চট্টগ্রামবাসীর জন্য উপহার হিসেবে প্রকল্পগুলো দেওয়া হয়েছে। এর আগে গতকাল রোববার বেলা ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীকে বরণ করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রকল্পগুলো হলো চট্টগ্রামের ফটিকছড়ি-হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ, বন্যানিয়ন্ত্রণ প্রকল্প, সন্দ্বীপ উপজেলার ৭২ নম্বর পোল্ডারের ভাঙনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন (প্রথম সংশোধিত) প্রকল্প এবং বাঁশখালী উপজেলার ৬৪/১ এ, ৬৪/১ বি ও ৬৪/১ সি পোল্ডারের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী পুনর্বাসন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে চট্টগ্রামের সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দারুল উলুম আলিয়া মাদ্রাসার একটি ছয়তলা ভবন, সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুলে একটি পাঁচতলা ভবন, একটি চারতলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, একতলা সার্ভিস এরিয়া ও বৃষ্টির পানি সংরক্ষণসহ ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নাসিরাবাদ শিক্ষানবিশ প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে নগরের কোতোয়ালি থানাধীন গুল-এ জার বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়তলা ভবন, নগরের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়তলা, চট্টগ্রাম সরকারি কলেজে ১০তলা একাডেমিক, কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়তলা, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের ছয়তলা, মিরসরাই উপজেলার করেরহাট কে এম উচ্চবিদ্যালয়ের চারতলা, পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার উচ্চবিদ্যালয়ের ছয়তলা, বোয়ালমারী উপজেলাধীন হাজী মোহাম্মদ জানে আলম উচ্চবিদ্যালয়ের চারতলা, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের চারতলা, সন্দ্বীপের সন্তোষপুর উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনসহ ডবলমুরিং থানাধীন সরকারি সিটি কলেজে ১০তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভবন সম্প্রসারণ, মুসলিম উচ্চবিদ্যালয়ের লালদীঘি মাঠের ছয় দফা মঞ্চ নির্মাণসহ সংস্কারকাজ, নগরের খুলশী থানাধীন সিএমপি উচ্চবিদ্যালয়ের ভবনের সম্প্রসারণকাজ, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে মিরসরাইয়ে হিংগুলি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র এবং লোহাগড়ায় চুনতি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে নগরের বিটাক কেন্দ্রের নারী হোস্টেল নির্মাণকাজ। কৃষি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ানহাটে হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণ ও অফিস ভবন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (প্রতিটি ৫০০০ বিএইচপি/ ৭০ টন বোলার্ড পুল) টাগবোট সংগ্রহ প্রকল্প ও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ, আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং বিদ্যুৎ বিভাগের অধীনে চট্টগ্রামের বিপিসি ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত