শিক্ষার আলো পৌঁছায় না দুর্গম চরে

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১২: ১৪
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৩: ০১

ভোলার লালমোহনের একটি দুর্গম চর শাহজালাল। এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। এ কারণে শিক্ষার আলো পৌঁছায় না ওই চরের বাসিন্দাদের ঘরে। যে বয়সে শিশুদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে এখানকার শিশুরা নৌকা নিয়ে মাছ ধরতে যায়।

লালমোহন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন তেঁতুলিয়া নদীর তীরঘেঁষা চর শাহজালাল প্রায় ৩০ বছর আগে জেগে ওঠে। ওই চরে শতাধিক পরিবারের বসবাস। যাদের পেশা কৃষি, জেলে বা দিন মজুর। ওই সব পরিবারের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। সেখানে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। এ কারণে শিশুরা পড়ালেখার সুযোগ পাচ্ছে না। তারা স্কুলে না গিয়ে নৌকা নিয়ে মাছ শিকারে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের একটি দ্বীপ চর শাহজালাল। এই চরটি মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটাচ্ছেন চরের মানুষ। ৩০ বছর ধরে চরে বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো পৌঁছায়নি। বেশির ভাগ মানুষ অক্ষরজ্ঞান শূন্য। এ ছাড়া উন্নয়নের ছোঁয়া লাগেনি। অনেকবার চরে একটি বিদ্যালয় স্থাপনের দাবি জানালেও তা বাস্তবায়ন করা হয়নি।

চরের শিশু মুরাদ ও জুনায়েদ জানায়, তাদের পড়ালেখার ইচ্ছে রয়েছে। কিন্তু বিদ্যালয় না থাকায় তারা পড়ালেখা করতে পারছে না। এখানে বিদ্যালয় থাকলে তারা পড়ালেখার সুযোগ পেত।

চরের বাসিন্দা শাহে আলম বলেন, ‘চরের ৩০ বছর ধরে বসবাস করছি। এখানে কোনো বিদ্যালয় নেই। তাই আমাদের শিশুরা পড়াশোনা করতে পারছে না।’ তিনি বলেন, ‘পাশের কচুয়াখালীর চরে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে নদী পাড়ি দিয়ে শিশুদের স্কুলে যাওয়া সম্ভব নয়, আমরা এখানে একটি বিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছি।’ একই কথা জানান চরের বাসিন্দা পিয়ারা বেগম ও কামরুল শেখ।

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন বলেন, ‘বিদ্যালয়বিহীন যেসব গ্রাম রয়েছে, সেখানে বিদ্যালয় স্থাপন করা হবে। আমরা খুব দ্রুত চর শাহজালাল পরিদর্শন করে সেখানে বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত