বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন সীমানা। ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় এসেছিলেন রিশতা লাবনী সীমানা। এরপর হয়ে উঠেছিলেন টিভি নাটকের নিয়মিত মুখ। অনেক নাটকে অভিনয়ের পাশাপাশি একটি সিনেমাও করেছিলেন তিনি। ‘দারুচিনি দ্বীপ’ নামের সিনেমাটি বানিয়েছিলেন তৌকীর আহমেদ। মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।
১৬ বছরের মাথায় ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায় নাম লেখালেন সীমানা। সিনেমার নাম ‘রোশনী’, বানাচ্ছেন বিপ্লব হায়দার। এতে সীমানার চরিত্রটি একজন সাংবাদিকের। সমাজে ঘটে চলা বিভিন্ন অন্যায়, অপরাধের বিরুদ্ধে তার কঠোর অবস্থান। এ কারণে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় চরিত্রটিকে। সীমানা জানিয়েছেন, গত মাসে শুরু হয়েছে শুটিং। বান্দরবানে ১০ দিনের কাজ শেষে তিন দিন ধরে শুটিং চলছে পুবাইলে।
মাঝে অনেকটা সময় ক্যামেরার সামনে অনুপস্থিত ছিলেন সীমানা। ব্যস্ত ছিলেন সংসার-সন্তান নিয়ে। এটিই কি অভিনয় থেকে বিরতির কারণ? গতকাল যখন সীমানার সঙ্গে কথা হয়, তখন তিনি সিনেমার শুটিংয়ে। তিনি বললেন, ‘মাঝখানে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। নিজেকে সময় দিয়েছি। সব গুছিয়ে আবার অভিনয়ে ফিরলাম।’
টিভি নাটকেও অভিনয় করছেন সীমানা। মুরাদ পারভেজের পরিচালনায় এটিএন বাংলার ‘স্মৃতির আল্পনা আঁকি’ মেগা ধারাবাহিকে কাজ করছেন। আগামী মাস থেকে শুরু করবেন বৈশাখী টিভির ‘বউ-শাশুড়ি’ ধারাবাহিকের শুটিং। এ ছাড়া সালাহউদ্দিন লাভলু, সৈয়দ আওলাদসহ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজের কথা চূড়ান্ত হয়ে আছে তাঁর। সব মিলিয়ে হাতে এখন অনেক কাজ। হাসতে হাসতে সীমানা বললেন, ‘এবার একদম উঠেপড়ে লেগেছি।’
এত বছর পর ফিরে এসে ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? সীমানা বলেন, ‘সবই বদলে গেছে। আমরা আগে যেভাবে কাজ করেছি, এখন ওই অবস্থা নেই। কাজের পরিবেশ বদলেছে। তবে হ্যাঁ, ভালো কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে।’
বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন সীমানা। ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় এসেছিলেন রিশতা লাবনী সীমানা। এরপর হয়ে উঠেছিলেন টিভি নাটকের নিয়মিত মুখ। অনেক নাটকে অভিনয়ের পাশাপাশি একটি সিনেমাও করেছিলেন তিনি। ‘দারুচিনি দ্বীপ’ নামের সিনেমাটি বানিয়েছিলেন তৌকীর আহমেদ। মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।
১৬ বছরের মাথায় ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমায় নাম লেখালেন সীমানা। সিনেমার নাম ‘রোশনী’, বানাচ্ছেন বিপ্লব হায়দার। এতে সীমানার চরিত্রটি একজন সাংবাদিকের। সমাজে ঘটে চলা বিভিন্ন অন্যায়, অপরাধের বিরুদ্ধে তার কঠোর অবস্থান। এ কারণে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় চরিত্রটিকে। সীমানা জানিয়েছেন, গত মাসে শুরু হয়েছে শুটিং। বান্দরবানে ১০ দিনের কাজ শেষে তিন দিন ধরে শুটিং চলছে পুবাইলে।
মাঝে অনেকটা সময় ক্যামেরার সামনে অনুপস্থিত ছিলেন সীমানা। ব্যস্ত ছিলেন সংসার-সন্তান নিয়ে। এটিই কি অভিনয় থেকে বিরতির কারণ? গতকাল যখন সীমানার সঙ্গে কথা হয়, তখন তিনি সিনেমার শুটিংয়ে। তিনি বললেন, ‘মাঝখানে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। নিজেকে সময় দিয়েছি। সব গুছিয়ে আবার অভিনয়ে ফিরলাম।’
টিভি নাটকেও অভিনয় করছেন সীমানা। মুরাদ পারভেজের পরিচালনায় এটিএন বাংলার ‘স্মৃতির আল্পনা আঁকি’ মেগা ধারাবাহিকে কাজ করছেন। আগামী মাস থেকে শুরু করবেন বৈশাখী টিভির ‘বউ-শাশুড়ি’ ধারাবাহিকের শুটিং। এ ছাড়া সালাহউদ্দিন লাভলু, সৈয়দ আওলাদসহ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজের কথা চূড়ান্ত হয়ে আছে তাঁর। সব মিলিয়ে হাতে এখন অনেক কাজ। হাসতে হাসতে সীমানা বললেন, ‘এবার একদম উঠেপড়ে লেগেছি।’
এত বছর পর ফিরে এসে ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? সীমানা বলেন, ‘সবই বদলে গেছে। আমরা আগে যেভাবে কাজ করেছি, এখন ওই অবস্থা নেই। কাজের পরিবেশ বদলেছে। তবে হ্যাঁ, ভালো কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে