Ajker Patrika

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৮

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ০৭
যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৮

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ১৮ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার হওয়া যাত্রীবাহী বাসটি খুলনা থেকে পাইকগাছার দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক একই দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। বাসটি সড়কের পাশে খাদে পল্টি খেয়ে পড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে অন্তত ১৮ জন আহত হন।

এ সময় সাতক্ষীরার তালা উপজেলার আমিনুর রহমান (৪০) ও তার স্ত্রী সাবিনা বেগম (৩৪), আশাশুনি এলাকার সাব্বির হোসেন (১৭), নুর ইসলাম (৪৫), জাহাঙ্গীর হোসেনসহ (২০) ১৮ জন আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে। এ সময় মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

খর্ণিয়া চুকনগর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত