Ajker Patrika

ডুমুরিয়ায় ভোটে হেরে হামলা

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ১৪
ডুমুরিয়ায় ভোটে হেরে হামলা

ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর হামলায় বিজয়ী প্রার্থীসহ তাঁর ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সাহস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম সরদার গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে পুনরায় মেম্বর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তারই চাচাতো ভাই কামরুল ইসলাম সরদার পরাজিত হন।

ওই ঘটনার জেরে পরাজিত প্রার্থী কামরুল ইসলাম সরদার ও তার সহযোগী শহিদুল সরদারের নেতৃত্বে শুক্রবার সকালে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থক সাইফুর রহমান ও নাছিমুল ফকিরের বাড়ি ঘেরাও করে তাঁদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সিরাজ মেম্বর ও তার অন্যান্য কর্মী-সমর্থকেরা তাঁদের উদ্ধার করতে যায়।

এ সময় কামরুল ইসলামের সহযোগীরা সিরাজ মেম্বর ও তার ১০ জন কর্মী-সমর্থকদের ওপর চাইনিজ কুড়াল ও রডসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। হামলার পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান শেখ জয়নাল আবদিন ও শেখ তোফাজ্জেল হোসেন তোফা নির্বাচনে আমাকে হারাতে কামরুলকে ইন্ধন দিয়ে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়। কিন্তু তাঁদের উদ্দেশ্য সফল না হওয়ায় আজ আমাকেসহ আমার কর্মীদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত