ক্রীড়া ডেস্ক
প্রস্তর যুগ থেকেই বর্তমান মরক্কো অঞ্চলে মানুষ বসবাস করছে বলে জানা যায়। ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার আগে দীর্ঘ সময় ওই অঞ্চলে ইংরেজ, স্প্যানিশ, পর্তুগিজ ও ফরাসিদের দখলে ছিল। বিংশ শতাব্দীর শুরুতে পরাশক্তিগুলোর বাটোয়ারায় পরিণত হয়ে আফ্রিকার দেশটি।
ইউরোপে শিল্পায়নের সঙ্গে সঙ্গে উত্তর-পশ্চিম আফ্রিকা উপনিবেশ স্থাপনের সম্ভাবনাময় আদর্শ অঞ্চল হয়ে ওঠে। ১৮৩০ সালের দিকে মরক্কো দখলের দৃঢ় আগ্রহ দেখানো শুরু করে ফ্রান্স। গত শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স ও স্পেন যৌথভাবে প্রায় ৫০ বছর মরক্কোকে উপনিবেশ হিসেবে ব্যবহার করে।
কাল কাতারের আল-বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে সেই ফ্রান্সের মুখোমুখি মরক্কো। এ ম্যাচকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক একটি উত্তেজনাও থাকছে।
ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে এ বিশ্বকাপ শুরু করেছিল মরক্কো। এরপর বেলজিয়াম, কানাডা, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। ফুটবল পরাশক্তি, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষেও এটি অব্যাহত থাকবে? আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মরক্কোর সঙ্গে ফ্রান্সের যে ইতিহাস, এটি মরোক্কানদের আরও উজ্জীবিত করতে পারে।
সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ছড়াতে পারে বাড়তি উত্তাপ।
মরক্কোর খেলা দেখতে দলে দলে কাতারে এসেছেন ফ্রান্সের মরোক্কান অভিবাসীরা। মরক্কোকে সমর্থন দিতে তাঁরা সমর্থকগোষ্ঠী বড় করছে, যাঁরা মরক্কোর বিজয় উদ্যাপন করতে রাস্তায় নেমেছে। উত্তর আফ্রিকার দলটির সাফল্যে পুরো টুর্নামেন্টজুড়ে সমর্থনের তরঙ্গ বয়ে যাচ্ছে।
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেছেন, ‘এ বিশ্বকাপে সবাই পছন্দ করে এমন দলে পরিণত হয়েছে আমাদের দল (মরক্কো)। কারণ, আমরা দেখাচ্ছি, খুব বেশি প্রতিভা এবং অর্থ না থাকলেও সফল হওয়া যায়।’
আটলাস পর্বত দেখতে পর্যটকেরা যান মরক্কোয়। রেগরাগুই এবার পর্বত দেখতে বলছেন মরক্কোর খেলায়, ‘আমরা আমাদের মানুষ, আমাদের মহাদেশকে অনেক সুখী এবং গর্বিত করেছি। যদি এ বিশ্বকাপে ‘পর্বত’ দেখতে চান, পাথুরে পর্বতকে সমর্থন করতে চান, আমি মনে করি আমরা এই বিশ্বকাপের ‘পর্বত’। আমি মনে করি বিশ্ব এখন মরক্কোর সঙ্গে আছে।’
প্রস্তর যুগ থেকেই বর্তমান মরক্কো অঞ্চলে মানুষ বসবাস করছে বলে জানা যায়। ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার আগে দীর্ঘ সময় ওই অঞ্চলে ইংরেজ, স্প্যানিশ, পর্তুগিজ ও ফরাসিদের দখলে ছিল। বিংশ শতাব্দীর শুরুতে পরাশক্তিগুলোর বাটোয়ারায় পরিণত হয়ে আফ্রিকার দেশটি।
ইউরোপে শিল্পায়নের সঙ্গে সঙ্গে উত্তর-পশ্চিম আফ্রিকা উপনিবেশ স্থাপনের সম্ভাবনাময় আদর্শ অঞ্চল হয়ে ওঠে। ১৮৩০ সালের দিকে মরক্কো দখলের দৃঢ় আগ্রহ দেখানো শুরু করে ফ্রান্স। গত শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স ও স্পেন যৌথভাবে প্রায় ৫০ বছর মরক্কোকে উপনিবেশ হিসেবে ব্যবহার করে।
কাল কাতারের আল-বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে সেই ফ্রান্সের মুখোমুখি মরক্কো। এ ম্যাচকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক একটি উত্তেজনাও থাকছে।
ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে এ বিশ্বকাপ শুরু করেছিল মরক্কো। এরপর বেলজিয়াম, কানাডা, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। ফুটবল পরাশক্তি, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষেও এটি অব্যাহত থাকবে? আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মরক্কোর সঙ্গে ফ্রান্সের যে ইতিহাস, এটি মরোক্কানদের আরও উজ্জীবিত করতে পারে।
সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ছড়াতে পারে বাড়তি উত্তাপ।
মরক্কোর খেলা দেখতে দলে দলে কাতারে এসেছেন ফ্রান্সের মরোক্কান অভিবাসীরা। মরক্কোকে সমর্থন দিতে তাঁরা সমর্থকগোষ্ঠী বড় করছে, যাঁরা মরক্কোর বিজয় উদ্যাপন করতে রাস্তায় নেমেছে। উত্তর আফ্রিকার দলটির সাফল্যে পুরো টুর্নামেন্টজুড়ে সমর্থনের তরঙ্গ বয়ে যাচ্ছে।
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেছেন, ‘এ বিশ্বকাপে সবাই পছন্দ করে এমন দলে পরিণত হয়েছে আমাদের দল (মরক্কো)। কারণ, আমরা দেখাচ্ছি, খুব বেশি প্রতিভা এবং অর্থ না থাকলেও সফল হওয়া যায়।’
আটলাস পর্বত দেখতে পর্যটকেরা যান মরক্কোয়। রেগরাগুই এবার পর্বত দেখতে বলছেন মরক্কোর খেলায়, ‘আমরা আমাদের মানুষ, আমাদের মহাদেশকে অনেক সুখী এবং গর্বিত করেছি। যদি এ বিশ্বকাপে ‘পর্বত’ দেখতে চান, পাথুরে পর্বতকে সমর্থন করতে চান, আমি মনে করি আমরা এই বিশ্বকাপের ‘পর্বত’। আমি মনে করি বিশ্ব এখন মরক্কোর সঙ্গে আছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪