Ajker Patrika

আরটিপিসিআর মেশিন নষ্ট, বন্ধ নমুনা পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৩: ৫১
আরটিপিসিআর মেশিন নষ্ট, বন্ধ নমুনা পরীক্ষা

একমাত্র আরটিপিসিআর মেশিনটি নষ্ট হওয়ায় বন্ধ হয়ে গেছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে করোনার নমুনা পরীক্ষা। ফলে দিনাজপুরসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর বাসিন্দাদের নমুনা পরীক্ষার কার্যক্রম বন্ধ রয়েছে।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক বলেন, ‘বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছি। ইতিমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এতে সাময়িক কিছুটা সমস্যা হবে। আমরা আশা করছি, দ্রুত মেশিনটি মেরামত করে পুনরায় চালু করা হবে।’

জানা গেছে, গত বুধবার করোনা পরীক্ষার জন্য মেশিনটি চালু করা হলে হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে আবারও তা চালু করে পরীক্ষার চেষ্টা করা হলে একই সমস্যা দেখা দেয়। ফলে বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য ৩৬টি নমুনার ফলাফল দেওয়া সম্ভব হয়নি।

আর মেশিন নষ্ট থাকায় গতকাল বৃহস্পতিবার কোনো নমুনা নেওয়া হয়নি। আরটিপিসিআর ল্যাবের প্যাথলজিস্ট অধ্যাপক ডা. যোগেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎই মেশিনটি সমস্যা দেখা দেওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে চালানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে তাদের সঙ্গে যোগাযোগসাপেক্ষে আগামীকাল মেশিনটি মেরামতের জন্য প্রেরণ করা হবে। সমস্যার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগকে অবহিত করা হয়েছে।’

দিনাজপুর জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ফোনে বিষয়টি তাঁকে জানিয়েছেন। তিনি অফিশিয়াল কাজে বাইরে আছেন। অফিসে ফিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত