Ajker Patrika

জাফলংয়ে মার খেলেন পর্যটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১১: ২১
জাফলংয়ে মার খেলেন পর্যটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে পর্যটকদের মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে টিকিটের দাম নিয়ে কথা-কাটাকাটির সময় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনার পর ওই টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবি করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।

পর্যটকেরা জানান, গতকাল সিলেট শহর থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে আসে। এ সময় জাফলং পর্যটনকেন্দ্রে অবস্থিত উপজেলা প্রশাসনের টোল কাউন্টারের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ফি নিয়ে কথা-কাটাকাটি হয় ওই পরিবারের। এর জেরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালান কয়েকজন স্বেচ্ছাসেবক।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনাটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন। এতে দেখা যায়, কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকেরা লাঠি দিয়ে পর্যটকদের পেটাচ্ছেন। ভুক্তভোগীদের চিৎকারে আরও কয়েকজন পর্যটক এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘জাফলং পর্যটনকেন্দ্রে ১০ টাকার টিকিটের জন্য স্বেচ্ছাসেবকেরা হামলা করেছেন, এটা বৃহত্তর জৈন্তাবাসীর জন্য লজ্জার। আমি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবি জানাচ্ছি।’

গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত পাঁচ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করা হয়েছে। জাফলং পর্যটনকেন্দ্রে ঢুকতে ১০ টাকার টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত