আরিফ আহম্মেদ, গৌরীপুর
থাকার কথা নানা ধরনের গাছপালা, হওয়ার কথা গবেষণা। কিন্তু সেখানে এখন বিরানভূমি। হয়েছে বখাটেদের নিরাপদ আশ্রয়স্থল। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা এখানে আসে একান্তে সময় কাটাতে। চলে অসামাজিক কার্যকলাপ। গৌরীপুর হর্টিকালচার সেন্টারের এই অবস্থা। সরকারি এই প্রতিষ্ঠানটি এখন বেহাল অবস্থায় রয়েছে।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত গৌরীপুর হর্টিকালচার সেন্টারটিতে উদ্যান তত্ত্ববিদসহ খালি রয়েছে বহু পদ। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। নানা সমস্যায় জর্জরিত হলেও দেখার কেউ নেই। ফলে সরকারের পরিবেশ উন্নয়ন প্রকল্প যেমন ভেস্তে যাচ্ছে, তেমনি কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। প্রতি বছর রাজস্ব হারাচ্ছে সরকার।
কার্যালয় সূত্রে জানা গেছে, ৪. ৬১ একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছে গৌরীপুর হর্টিকালচার সেন্টার। উদ্যান তত্ত্ববিদসহ ২১ জন স্টাফ থাকার কথা থাকলেও রয়েছেন একজন উচ্চমান সহকারী, তিনজন ফার্ম লেবার, অফিস সহায়ক একজন ও একজন বাবুর্চি।
জানা গেছে, ১৫টি পদ শূন্য থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন। স্থানীয় চাহিদা অনুযায়ী ফলজ, বনজ, ঔষধি গাছের চারা উৎপাদন, কলম তৈরি, চারা বিক্রয়, চারা বিতরণ, প্রশিক্ষণসহ কোনো কর্মকাণ্ড নেই। বেশ কয়েকটি মাতৃবাগান বিনষ্ট হচ্ছে। মৌসুমি ফল বহিরাগতরা লুটে নিয়ে যাচ্ছে প্রতি বছর।
সরেজমিনে দেখা গেছে, গাড়ি রাখার গ্যারেজ ব্যবহার না করায় ঘন জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে তালাবন্দী হয়ে আছে একটি পিকআপ ও পাওয়ার টিলার। রয়েছে একটি মোটরসাইকেল। চালক না থাকায় পিকআপটি ব্যবহার করা যাচ্ছে না। ঘন জঙ্গলে পরিণত হয়েছে পুরো হর্টিকালচার সেন্টারটি। এখানে দিনদুপুরে শোনা যায় শিয়ালের হুক্কাহুয়া।
ময়মনসিংহ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. শহীদুল ইসলাম বলেন, ‘এটি সরকারি প্রতিষ্ঠান, ধ্বংস হয়ে যাওয়ার সুযোগ নেই। গৌরীপুর হর্টিকালচার সেন্টারটিকে আবারও সক্রিয় ও উৎপাদনমুখী করে তুলতে সরকারের নীতিনির্ধারণী মহল থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি, শিগগিরই তা বাস্তবায়ন হবে।’
থাকার কথা নানা ধরনের গাছপালা, হওয়ার কথা গবেষণা। কিন্তু সেখানে এখন বিরানভূমি। হয়েছে বখাটেদের নিরাপদ আশ্রয়স্থল। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা এখানে আসে একান্তে সময় কাটাতে। চলে অসামাজিক কার্যকলাপ। গৌরীপুর হর্টিকালচার সেন্টারের এই অবস্থা। সরকারি এই প্রতিষ্ঠানটি এখন বেহাল অবস্থায় রয়েছে।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত গৌরীপুর হর্টিকালচার সেন্টারটিতে উদ্যান তত্ত্ববিদসহ খালি রয়েছে বহু পদ। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। নানা সমস্যায় জর্জরিত হলেও দেখার কেউ নেই। ফলে সরকারের পরিবেশ উন্নয়ন প্রকল্প যেমন ভেস্তে যাচ্ছে, তেমনি কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। প্রতি বছর রাজস্ব হারাচ্ছে সরকার।
কার্যালয় সূত্রে জানা গেছে, ৪. ৬১ একর জমিতে প্রতিষ্ঠিত হয়েছে গৌরীপুর হর্টিকালচার সেন্টার। উদ্যান তত্ত্ববিদসহ ২১ জন স্টাফ থাকার কথা থাকলেও রয়েছেন একজন উচ্চমান সহকারী, তিনজন ফার্ম লেবার, অফিস সহায়ক একজন ও একজন বাবুর্চি।
জানা গেছে, ১৫টি পদ শূন্য থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন। স্থানীয় চাহিদা অনুযায়ী ফলজ, বনজ, ঔষধি গাছের চারা উৎপাদন, কলম তৈরি, চারা বিক্রয়, চারা বিতরণ, প্রশিক্ষণসহ কোনো কর্মকাণ্ড নেই। বেশ কয়েকটি মাতৃবাগান বিনষ্ট হচ্ছে। মৌসুমি ফল বহিরাগতরা লুটে নিয়ে যাচ্ছে প্রতি বছর।
সরেজমিনে দেখা গেছে, গাড়ি রাখার গ্যারেজ ব্যবহার না করায় ঘন জঙ্গলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে তালাবন্দী হয়ে আছে একটি পিকআপ ও পাওয়ার টিলার। রয়েছে একটি মোটরসাইকেল। চালক না থাকায় পিকআপটি ব্যবহার করা যাচ্ছে না। ঘন জঙ্গলে পরিণত হয়েছে পুরো হর্টিকালচার সেন্টারটি। এখানে দিনদুপুরে শোনা যায় শিয়ালের হুক্কাহুয়া।
ময়মনসিংহ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. শহীদুল ইসলাম বলেন, ‘এটি সরকারি প্রতিষ্ঠান, ধ্বংস হয়ে যাওয়ার সুযোগ নেই। গৌরীপুর হর্টিকালচার সেন্টারটিকে আবারও সক্রিয় ও উৎপাদনমুখী করে তুলতে সরকারের নীতিনির্ধারণী মহল থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি, শিগগিরই তা বাস্তবায়ন হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে