বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।
গতকাল রোববার দুপুরে জেলা নির্বাচন কমিশন অফিসে তৈমূরের পক্ষে অভিযোগ জমা দেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ। এতে আইভীসহ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংসদ নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস ও মির্জা আজমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
অভিযোগপত্রে তৈমূর উল্লেখ করেন, ‘নির্বাচন চলমান অবস্থায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ বিজয় সমাবেশ করে। এতে ওই নেতাদের বক্তৃতার মাধ্যমে সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা ও নির্বাচনী জনসভা করে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছেন। যা নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক। নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি মোতাবেক আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে অনুরোধ করা হলো, যা কার্যকর করা আপনার অন্যতম প্রধান দায়িত্ব।’
অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করে তৈমূর আলম খন্দকার বলেন, ‘মৌখিকভাবে তো জানিয়েছি, এবার লিখিতভাবেও জানালাম। দেখি নির্বাচন কমিশন এবার কী ব্যবস্থা নেয়।’
অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ‘অভিযোগপত্র এসেছে। বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।’
এর আগে ২৪ ডিসেম্বর বিকেলে শহরের দেওভোগে শেখ রাসেল পার্কে বিজয় সমাবেশ হলেও কেন্দ্রীয় নেতাদের সবার কণ্ঠে ছিল নির্বাচনী ইস্যু। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলো থেকেও আইভীর পক্ষে স্লোগান ওঠে। ফলে বিজয় সমাবেশ পরিণত হয় আইভীর নির্বাচনী প্রচারণার সমাবেশে। সেদিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য ভোট চেয়েছেন সরকারদলীয় তিনজন এমপি। তাঁরা হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম, সাংসদ মৃণাল কান্তি দাস ও নজরুল ইসলাম বাবু।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।
গতকাল রোববার দুপুরে জেলা নির্বাচন কমিশন অফিসে তৈমূরের পক্ষে অভিযোগ জমা দেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ। এতে আইভীসহ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংসদ নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস ও মির্জা আজমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
অভিযোগপত্রে তৈমূর উল্লেখ করেন, ‘নির্বাচন চলমান অবস্থায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ বিজয় সমাবেশ করে। এতে ওই নেতাদের বক্তৃতার মাধ্যমে সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা ও নির্বাচনী জনসভা করে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছেন। যা নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক। নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি মোতাবেক আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে অনুরোধ করা হলো, যা কার্যকর করা আপনার অন্যতম প্রধান দায়িত্ব।’
অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করে তৈমূর আলম খন্দকার বলেন, ‘মৌখিকভাবে তো জানিয়েছি, এবার লিখিতভাবেও জানালাম। দেখি নির্বাচন কমিশন এবার কী ব্যবস্থা নেয়।’
অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ‘অভিযোগপত্র এসেছে। বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।’
এর আগে ২৪ ডিসেম্বর বিকেলে শহরের দেওভোগে শেখ রাসেল পার্কে বিজয় সমাবেশ হলেও কেন্দ্রীয় নেতাদের সবার কণ্ঠে ছিল নির্বাচনী ইস্যু। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলো থেকেও আইভীর পক্ষে স্লোগান ওঠে। ফলে বিজয় সমাবেশ পরিণত হয় আইভীর নির্বাচনী প্রচারণার সমাবেশে। সেদিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য ভোট চেয়েছেন সরকারদলীয় তিনজন এমপি। তাঁরা হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম, সাংসদ মৃণাল কান্তি দাস ও নজরুল ইসলাম বাবু।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে