বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিবছরের মতো এবারও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একগুচ্ছ নাটক। টেলিভিশনের পাশাপাশি প্রচার হবে ইউটিউবেও। নানা ধরনের প্রেম-ভালোবাসার গল্পের ভিড়ে বিশেষ এই দিবস উপলক্ষে পারিবারিক প্রেমের গল্প নিয়ে রুবেল হাসান তৈরি করলেন নাটক ‘আমার সংসার’। আকবর হায়দার মুন্নার গল্পে চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।
একটি শহুরে পরিবারের গল্প আমার সংসার। নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও তারিন জাহান। নাটকটি দিয়ে দীর্ঘদিন পর ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করলেন তাঁরা দুজন। নাটকের গল্পে দেখা যাবে, তারিন একটি করপোরেট অফিসের কর্মকর্তা। নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে সন্তানকেও প্রয়োজনীয় সময়টুকু দিতে পারে না সে। একদিন হঠাৎ মেয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হয়। তীব্র উৎকণ্ঠা আর বিবেকের কশাঘাতে তার উপলব্ধি হয়, শুধু ক্যারিয়ারের জন্যই নয়, পরিবারের জন্যও প্রয়োজনীয় সময় দেওয়া প্রয়োজন।
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘আমার সংসার একেবারে পারিবারিক গল্পের নাটক। একটু ভিন্ন কিছু করার প্রয়াস থেকেই এমন গল্প বেছে নিয়েছি।’
আব্দুন নূর সজল বলেন, ‘এখন পারিবারিক গল্পের নাটকের সংখ্যা কমে গেছে। পরিচালক-প্রযোজকদের ধন্যবাদ দিতে চাই এমন গল্প নিয়ে কাজ করার জন্য। ভালোবাসা দিবসের এই সময়ে পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি নাটক আমার সংসার।’
দীর্ঘদিন পর তারিনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সজল বলেন, ‘তারিন আপা আমার প্রিয় একজন অভিনেত্রী। তাঁর মতো গুণী শিল্পীদের নিয়ে ভিন্ন ধরনের গল্পের কাজ ধারাবাহিকভাবে হওয়া উচিত। তাঁর সঙ্গে অভিনয় করে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের দুজনের রসায়ন দর্শকের ভালো লাগবে।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, সিনথিয়া ইয়াসমিন, শিশুশিল্পী মুনতাহা প্রমুখ। নির্মাতা জানান, ১৭ ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আমার সংসার।
প্রতিবছরের মতো এবারও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একগুচ্ছ নাটক। টেলিভিশনের পাশাপাশি প্রচার হবে ইউটিউবেও। নানা ধরনের প্রেম-ভালোবাসার গল্পের ভিড়ে বিশেষ এই দিবস উপলক্ষে পারিবারিক প্রেমের গল্প নিয়ে রুবেল হাসান তৈরি করলেন নাটক ‘আমার সংসার’। আকবর হায়দার মুন্নার গল্পে চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।
একটি শহুরে পরিবারের গল্প আমার সংসার। নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও তারিন জাহান। নাটকটি দিয়ে দীর্ঘদিন পর ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করলেন তাঁরা দুজন। নাটকের গল্পে দেখা যাবে, তারিন একটি করপোরেট অফিসের কর্মকর্তা। নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে সন্তানকেও প্রয়োজনীয় সময়টুকু দিতে পারে না সে। একদিন হঠাৎ মেয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হয়। তীব্র উৎকণ্ঠা আর বিবেকের কশাঘাতে তার উপলব্ধি হয়, শুধু ক্যারিয়ারের জন্যই নয়, পরিবারের জন্যও প্রয়োজনীয় সময় দেওয়া প্রয়োজন।
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘আমার সংসার একেবারে পারিবারিক গল্পের নাটক। একটু ভিন্ন কিছু করার প্রয়াস থেকেই এমন গল্প বেছে নিয়েছি।’
আব্দুন নূর সজল বলেন, ‘এখন পারিবারিক গল্পের নাটকের সংখ্যা কমে গেছে। পরিচালক-প্রযোজকদের ধন্যবাদ দিতে চাই এমন গল্প নিয়ে কাজ করার জন্য। ভালোবাসা দিবসের এই সময়ে পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি নাটক আমার সংসার।’
দীর্ঘদিন পর তারিনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সজল বলেন, ‘তারিন আপা আমার প্রিয় একজন অভিনেত্রী। তাঁর মতো গুণী শিল্পীদের নিয়ে ভিন্ন ধরনের গল্পের কাজ ধারাবাহিকভাবে হওয়া উচিত। তাঁর সঙ্গে অভিনয় করে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের দুজনের রসায়ন দর্শকের ভালো লাগবে।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, সিনথিয়া ইয়াসমিন, শিশুশিল্পী মুনতাহা প্রমুখ। নির্মাতা জানান, ১৭ ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আমার সংসার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে