মনোহরদীতে হাতপাখার কর্মীকে মারধর

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩৩
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১

নরসিংদীর মনোহরদীতে শুকুন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় শুকুন্দী ইউনিয়নের বাচ্চুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক (২৬) মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তিনি শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওমর ফারুক রিটার্নিং কর্মকর্তা এবং মনোহরদী থানায় অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাদিকুর রহমান শামীম।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জরুরি কাজে বাচ্চুর বাজারে যান ওমর ফারুক। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাদিকুর রহমান শামীমের কর্মী দক্ষিণ ভিটিপাড়া গ্রামের মোশারফ হোসেন, টেকিরপাড়া গ্রামের চা দোকানদার আক্তার হোসেনসহ কয়েকজন। তাঁরা ফারুককে একা পেয়ে প্রথমে গালাগাল শুরু করেন। এ সময় প্রতিবাদ করলে তাঁরা লাঠিসোঁটা নিয়ে ফারুককে বেদম মারধর করে। লাঠির আঘাতে ফারুখ মাথার বাম পাশে গুরুতর জখম হন। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে মনোহরদী হাসপাতালে নিয়ে যান।

ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মনির অভিযোগ করে বলেন, ‘নৌকা প্রতীকের কর্মীরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। মাইকিং করতে গেলে অটো রিকশার ব্যাটারি ছিনিয়ে নিচ্ছেন। এমনকি প্রচারণায় গেলে কর্মীদের বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।’

এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাদিকুর রহমান শামীম বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত