বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের আলোচিত নায়িকা সাই পল্লবী। একসময় যিনি নিজের চেহারা নিয়ে সংকোচ বোধ করতেন, আজ তিনি হাজারো নারীর অনুপ্রেরণা! আত্মবিশ্বাস দিয়ে তিনি অর্জন করেছেন সাফল্যকে। আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় শক্তি মনে করেন পল্লবী। একদম সাধারণভাবেও যে নায়িকাকে পর্দায় উপস্থাপন করা যায়, আর দর্শকও সেটা সাদরে গ্রহণ করে, এর উজ্জ্বল উদাহরণ পল্লবী। ন্যাচারাল লুকই যেন তাঁর সৌন্দর্যের রহস্য। সাধারণ চেহারার সঙ্গে মনকাড়া অভিনয় আর অসাধারণ নাচ দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন পল্লবী।
২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমায় শিক্ষক মালার চরিত্র দিয়ে শুরু। এরপর ধারাবাহিকভাবেই এসেছে সাফল্য। সর্বশেষ ‘শ্যাম সিং রায়’ সিনেমার রোজি চরিত্র দিয়ে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসায় যুক্ত হলো ‘ভেনেলা’ চরিত্রটি।
দক্ষিণের রানা ধাগুবাতি আর সাই পল্লবী অভিনীত ‘ভিরাটা পারভাম’ মুক্তি পেয়েছে ১৭ জুন। এর মাধ্যমে ব্যাক টু ব্যাক ব্যবসাসফল সিনেমাও উপহার দিলেন পল্লবী। এই বছর ভালোবাসা দিবসে মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ব্লকবাস্টার হয় সিনেমাটি। এরপর ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘শ্যাম সিং রায়’। রেকর্ড পরিমাণ ভিউ হয় তাতে।
এবার ব্লকবাস্টার হওয়ার পথে ‘ভিরাটা পারভাম’। দক্ষিণে দারুণ ব্যবসা করছে। সিনেমাটি নিয়ে সম্প্রতি কিংবদন্তি অভিনেতা ভিক্টোরি ভেঙ্কটেশ বলেন, সাই পল্লবীর অভিনয় অবশ্যই জাতীয় পুরস্কারের দাবি রাখে। সিনেমাটি সাই পল্লবীর ফিল্ম ক্যারিয়ারে ওয়ান অব দ্য বেস্ট সিনেমা।’ পিরিয়ড ড্রামা সিনেমাটি নকশালবাদের পটভূমিতে ১৯৯০ সালের একটি গল্প নিয়ে তৈরি। যেখানে রানা কমরেড রাভান্না নামের চরিত্রে অভিনয় করেছেন। নকশালবাদের সঙ্গে রাভান্না ও ভেনেলার প্রেমকাহিনি দারুণভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।
‘ভিরাটা পারভাম’ মুক্তির পরপরই ‘ঘার্গি’ সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। সিনেমাটি প্রযোজনা করেছেন দক্ষিণের আরেক সুপারস্টার সুরিয়া। পল্লবী বলেন, ‘কিছু চরিত্রকে আপনি-আমি খবরের পাতায় দেখি। এক দিন, দুই দিন তাকে নিয়ে ভাবি, নতুন ইস্যু চলে আসে। মানুষের স্মৃতিতে রয়ে গেলেও পত্রিকার পাতায় আর থাকে না। এমন এক চরিত্রের আইনি লড়াই ফুটে উঠবে এই সিনেমায়।’
দক্ষিণ ভারতের আলোচিত নায়িকা সাই পল্লবী। একসময় যিনি নিজের চেহারা নিয়ে সংকোচ বোধ করতেন, আজ তিনি হাজারো নারীর অনুপ্রেরণা! আত্মবিশ্বাস দিয়ে তিনি অর্জন করেছেন সাফল্যকে। আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় শক্তি মনে করেন পল্লবী। একদম সাধারণভাবেও যে নায়িকাকে পর্দায় উপস্থাপন করা যায়, আর দর্শকও সেটা সাদরে গ্রহণ করে, এর উজ্জ্বল উদাহরণ পল্লবী। ন্যাচারাল লুকই যেন তাঁর সৌন্দর্যের রহস্য। সাধারণ চেহারার সঙ্গে মনকাড়া অভিনয় আর অসাধারণ নাচ দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন পল্লবী।
২০১৫ সালে ‘প্রেমাম’ সিনেমায় শিক্ষক মালার চরিত্র দিয়ে শুরু। এরপর ধারাবাহিকভাবেই এসেছে সাফল্য। সর্বশেষ ‘শ্যাম সিং রায়’ সিনেমার রোজি চরিত্র দিয়ে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসায় যুক্ত হলো ‘ভেনেলা’ চরিত্রটি।
দক্ষিণের রানা ধাগুবাতি আর সাই পল্লবী অভিনীত ‘ভিরাটা পারভাম’ মুক্তি পেয়েছে ১৭ জুন। এর মাধ্যমে ব্যাক টু ব্যাক ব্যবসাসফল সিনেমাও উপহার দিলেন পল্লবী। এই বছর ভালোবাসা দিবসে মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ব্লকবাস্টার হয় সিনেমাটি। এরপর ওটিটিতে মুক্তি পেয়েছিল ‘শ্যাম সিং রায়’। রেকর্ড পরিমাণ ভিউ হয় তাতে।
এবার ব্লকবাস্টার হওয়ার পথে ‘ভিরাটা পারভাম’। দক্ষিণে দারুণ ব্যবসা করছে। সিনেমাটি নিয়ে সম্প্রতি কিংবদন্তি অভিনেতা ভিক্টোরি ভেঙ্কটেশ বলেন, সাই পল্লবীর অভিনয় অবশ্যই জাতীয় পুরস্কারের দাবি রাখে। সিনেমাটি সাই পল্লবীর ফিল্ম ক্যারিয়ারে ওয়ান অব দ্য বেস্ট সিনেমা।’ পিরিয়ড ড্রামা সিনেমাটি নকশালবাদের পটভূমিতে ১৯৯০ সালের একটি গল্প নিয়ে তৈরি। যেখানে রানা কমরেড রাভান্না নামের চরিত্রে অভিনয় করেছেন। নকশালবাদের সঙ্গে রাভান্না ও ভেনেলার প্রেমকাহিনি দারুণভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।
‘ভিরাটা পারভাম’ মুক্তির পরপরই ‘ঘার্গি’ সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। সিনেমাটি প্রযোজনা করেছেন দক্ষিণের আরেক সুপারস্টার সুরিয়া। পল্লবী বলেন, ‘কিছু চরিত্রকে আপনি-আমি খবরের পাতায় দেখি। এক দিন, দুই দিন তাকে নিয়ে ভাবি, নতুন ইস্যু চলে আসে। মানুষের স্মৃতিতে রয়ে গেলেও পত্রিকার পাতায় আর থাকে না। এমন এক চরিত্রের আইনি লড়াই ফুটে উঠবে এই সিনেমায়।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪