হামলায় কৃষক নিহতের ঘটনায় অবশেষে মামলা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ০৫

বাগেরহাটের মোরেলগঞ্জে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরে কৃষক মো. বাবুল বক্স (৪৭) নিহত হওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। মৃত্যুর ১০ দিন পর গত শুক্রবার রাতে আদালতের নির্দেশে মোরেলগঞ্জ থানা-পুলিশ মামলাটি আমলে নেয়।

উপজেলার চিংড়াখালীর বাসিন্দা বাবুলের ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম এ মামলা করেছেন। এতে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন দক্ষিণ চিংড়াখালীর দুলাল বক্স, মামুন বক্স, আবু বকার হাওলাদার, হাচেন হাওলাদার, স্বপন শিকদার, রমিজ শিকদার ও নাইম খান।

থানায় মামলা না নেওয়ায় গত ২৮ আগস্ট জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জাহানারা। পরে ২৯ আগস্ট বিচারক মো. কামরুল আজাদ মোরেলগঞ্জ থানাকে তিন দিনের মধ্যে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘আদালতের নির্দেশে মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত