আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গুদামঘর নির্মাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৪৫
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪১

চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহপুর গ্রামে রহজান নেছা নামে এক নারীর জমিতে অবৈধভাবে গুদামঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও বিবাদীপক্ষ তা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে দাবি বাদীপক্ষের। গত শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ৮০ নম্বর শাহাপুর মৌজার আরএস ৩৮১ দাগের জমিতে গিয়ে চলমান নির্মাণকাজের সত্যতা মেলে।

সরেজমিন দেখা যায়, ছয়জন রাজমিস্ত্রি ও তাঁদের সহকারী ওই স্থানে একটি গুদামঘর নির্মাণের কাজ করছেন। নির্মাণাধীন গুদামঘরটিতে টাই বিমের কাজ চলছে। তড়িঘড়ি করে রাতে কাজ করার জন্য চার দিকে সার্চ লাইট দেওয়া হয়েছে।

উপস্থিতি শ্রমিকদের কয়েকজন বলেন, আমরা চার/পাঁচ দিন ধরে কাজ করছি। আমরা জানতাম ঝামেলা ছিল, এখন নেই বলে জানিয়েছেন গুদামঘরটির মালিক ফজলুল হক। সে জন্য আবার আমরা কাজ করছি।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল মালেক বলেন, ‘বাদী রহজান নেছার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলায় উল্লেখিত জমিতে নির্মাণকাজের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পরে বিবাদীপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। এ অবস্থায় বাদীপক্ষ উচ্চ আদালতে পুনরায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে বিচারক ছয় মাসের জন্য তা মঞ্জুর করেন। আদালতের এ আদেশ অমান্য করে বিবাদীপক্ষ জমিতে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।’

এ বিষয়ে মামলার বিবাদী ফজলুল হক বলেন, ‘আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আমাদের নির্মাণকাজ বন্ধ ছিল। কিন্তু পরে আমাদের আবেদনে আদালত ওই আদেশ বাতিল করলে আমরা আবারও নির্মাণকাজ শুরু করি। উচ্চ আদালতের আদেশের বিষয়ে কিছু জানি না।’ তিনি আরও বলেন, ‘নিজের কেনা জমিতে নির্মাণকাজ করতে এসে মিথ্যা মামলায় পড়েছি। আমরা আদালতের ওপর আস্থাশীল।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘বিষয়টি জানি না। আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত